শুক্রবার গভীর রাতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির সিভিল লাইনস-এর বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে, ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে অভিনেত্রীর বাড়ির সামনে আকাশে দু’বার ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে, তারপর বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়েছে।
ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় একটি হিন্দি পোস্টে এই গুলি চালানোর দায় স্বীকার করা হয় এবং দুইজনের নাম, বিরেন্দ্র চারণ ও মহেন্দ্র সরণের নাম উল্লেখ করা হয়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, কানাডা ভিত্তিক গ্যাঙস্টার ‘গোল্ডি ব্রার’-এর গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেছে। পুলিশ সেই পোস্টটির প্রামাণিকতা যাচাই করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
হামলার সময় বাড়িতে ছিলেন দিশার পরিবারের সদস্যরা। বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও ফরেনসিক অনুসন্ধান শুরু করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, প্রাথমিকভাবে এই ঘটনা ধর্মীয় অনুভূতিকে আঘাতজনক মন্তব্যের প্রতিবাদ হিসেবে মনে করা হচ্ছে। তবে ঘটনার পুরো রহস্য উন্মোচনের জন্য সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার পোস্ট খুঁটিয়ে দেখা হচ্ছে।
হুমকি দেওয়া পোস্টটিতে লেখা হয়েছে – “জয় শ্রী রাম। সকল ভাইদের রাম রাম। আমি, বিরেন্দ্র চারণ, সাথে আমার ভাই মহেন্দ্র সরণ । আজ যে গুলি চালানো হয়েছে খুশবু পাটানি ও দিশা পাটানির বাড়িতে, সেটি আমরা করিয়েছি। ওই মহিলা আমাদের শ্রদ্ধাপূর্ণ সাধুদের (প্রেমানন্দজি মহারাজ ও অনিরুদ্ধাচার্যজি মহারাজ) অপমান করেছে, আমাদের সনাতন ধর্মকে হেয় প্রকাশ করার চেষ্টা করেছে।”
দুষ্কৃতীরা আরও লিখেছে, “আমাদের দেবতাদের অপমান সহ্য করা হবে না। এটা ছিল কেবল একটা ট্রেলার। পরবর্তীতে যদি সে অথবা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি অসম্মান দেখায়, তাহলে তাদের বাড়িতে কাউকে বাঁচতে দেয়া হবে না। এই বার্তা শুধু পাটানিদের জন্য নয়, বরং সিনেমা জগতের সকল শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য। ভবিষ্যতে যারা আমাদের ধর্ম ও সাধুদের প্রতি এমন অপমানজনক কাজ করবে, তাদের ফল ভোগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের ধর্ম রক্ষার জন্য আমরা যেকোনো পরিসরে যেতে প্রস্তুত। আমরা কখনো পিছু হটব না। আমাদের জন্য ধর্ম ও সমাজ এক, আর তা রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য।”
পুলিশ সূত্রে জানা গেছে, পোস্টে যে দু’জনের নাম উল্লেখ আছে তাদের খোঁজ চলছে এবং পোস্টের উৎস অনুসন্ধান করা হচ্ছে। কীভাবে পোস্টটি ছড়িয়ে পড়ল, তাও নিশ্চিত করা হচ্ছে। তদন্তকারীরা এখনও পোস্ট-সংক্রান্ত সব বিবরণ যাচাই করছেন। একই সঙ্গে দিশা পাটানি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে তদন্তকারী দল ও সাইবার ট্র্যাকিং টিম কাজ করছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
