দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ঠিক সেই সময়ই ২২ গজে ঝড় তুলল ১৭ বছরের এক বঙ্গতনয়। আর ব্রিসবেনে তার ব্যাটিং দাপটেই অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে পর্যদুস্ত করে অনূর্ধ্ব ১৯ একদিনের সিরিজের প্রথম ম্যাচে জয় পেল ভারত। ৫০ ওভারে ২২৬ তাড়া করতে নেমে ৭৪ বলে ৮৭ রানে অপরাজিত থাকল বাংলার ছেলে অভিজ্ঞান কুণ্ডু। যে কি না এখন মুম্বাইয়ের বাসিন্দা হলেও আদি বাড়ি সোদপুরে।
মহালয়ার দিনে প্রথমে ব্যাট করতে ভারতীয় বোলারদের সামনে কুপোকাত অস্ট্রেলিয়া। জন জেমস করেন ৭৭ রান। এ ছাড়া আর কেউই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে হেনিল প্যাটেল ৩৮ রান দিয়ে নেন ৩ উইকেটে। এ ছাড়া কনিষ্ক চৌহান এবং কিশান কুমার ২ টি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে বৈভব সূর্যবংশী।
২২ বলে ৩৮ রান করে যায় ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। এর পর অবশ্য পর পর ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। কিন্তু তার পরই বেদান্ত ত্রিবেদীর সঙ্গে অবিচ্ছেদ্য জুটি বেঁধে চতুর্থ উইকেটে ১৫২ রান যোগ করে সোদপুরের অভিজ্ঞান। এ দিন মোট ৮ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে ৬৯ বলে বেদান্তের অবদান অপরাজিত ৬১ রান।
আদি বাড়ি সোদপুরে হলেও বাবা-মায়ের কর্মসূত্রে সপরিবারে মুম্বইয়ে থাকে অভিজ্ঞান। দুজনেই টিসিএসে কর্মরত। এ দিকে মুম্বইয়ে বেড়ে উঠলেও অভিজ্ঞানের ক্রিকেটের হাতেখড়ি কিন্তু ঐতিহ্যবাহী শিবাজী পার্কে হয়নি। বরং তাকে তৈরি করেছে মুম্বইয়ের ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকাডেমির গুরুকুল। কোচও কোনও বিখ্যাত ক্রিকেট ব্যাক্তিত্ব নন। তবু এর পরেও অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদে ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে সে।
দীর্ঘদিন বাংলার বাইরে রয়েছে সোদপুরের ছেলে। তাই বাংলা খুব একটা ভাল বলতে পারে না। তবে অভিজ্ঞানের দুই প্রিয় ক্রিকেটারের একজন হলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যজন আরেক কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভবিষ্যতের এই তারকা জানিয়েছে, দুজনের সঙ্গেই দেখা করার প্রবল ইচ্ছা তার।
