
অবসান ঘটল রোহিত শর্মা যুগের। ভারতের নয়া ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হলেন শুভমান গিল। শনিবার দুপুরে আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য টি-টোয়েন্টি এবং একদিনের দল ঘোষণা করেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে হিটম্যানের পরিবর্তে গিলের নাম ঘোষণা করেন তিনি। গত বছর বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর চলতি বছর রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তার আগে ঘরের মাঠে গত ২০২৩ বিশ্বকাপের ফাইনালও খেলেছে মেন ইন ব্লু। তবু এর পরেও সরিয়ে দেওয়া হল ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে।
জানা গিয়েছে, আসন্ন ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলকে ওয়ানডেতেও নেতা হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই।যদিও নেতৃত্ব থেকে গলাধাক্কা দেওয়া হলেও অস্ট্রেলিয়া সফরের দলে রয়েছেন রোহিত। সেই সঙ্গে ফিরতে চলেছেন বিরাট কোহলিও। তবে এ দিন দল ঘোষণার সময় যে মন্তব্য করতে শোনা গেল আগরকরকে, তাতে রো-কো জুটির বিদায় কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।
ভারতীয় ক্রিকেটের নির্বাচক প্রধান এদিন সরাসরি জানিয়ে দেন যে, আগামী ২০২৭ বিশ্বকাপ খেলতে প্রতিশ্রুতিবদ্ধ নন রোহিত ও বিরাট। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন যে, তিনটি ফরম্যাটের জন্য তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখার কোনও মানেই হয় না। বিশেষত ওয়ানডে ক্রিকেট যেখানে এখন খেলা প্রায় হয় না বললেই চলে।তা হলে কি ক্যাঙ্গারুর দেশেই বিদায়ঘণ্টা বাজতে চলেছে রো-কো’র? আগারকর এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তাঁর মন্তব্য কিন্তু ইঙ্গিত করছে সেদিকেই। এদিকে দুই মহারথীর ভবিষ্যৎ আলো-অন্ধকারের দোলাচলে চলে গেলেও কিছুটা হলেও প্রাপ্য সম্মান পেলেন শ্রেয়স আইয়ার। তাঁকে অস্ট্রেলিয়া সফরের একদিনের দলে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জশপ্রীত বুমরাহ টি-টোয়েন্টি দলে থাকলেও একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বের এক নম্বর বোলারকে।
অন্যদিকে ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোনও দলেই ঠাঁই হয়নি মহম্মদ শামির। তাঁর কথা আর যে বোর্ড ভাবছে না তা স্পষ্ট। টি-টোয়েন্টি সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে এশিয়া কাপের দলকেই। যার নেতৃত্বে সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া সফরে ভারতের একদিনের দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কে এল রাহুল, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।
অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি দল:সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ অধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।