
রণবীর কাপুরকে বিয়ের পর জীবন কতটা বদলেছে আলিয়ার?বহুদিন পর একসঙ্গে পর্দায় হাজির বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট আর বরুণ ধাওয়ান। অ্যামাজন প্রাইম ভিডিয়োর নতুন অনুষ্ঠান ‘Two Much with Kajol and Twinkle’-এর দ্বিতীয় পর্বে দেখা গেল এই জুটিকে। এই এপিসোডে ছিল পুরনো স্মৃতিচারণ, মজার মুহূর্ত, রোমাঞ্চকর কাহিনি ও ব্যক্তিগত জীবনের খোলামেলা আলোচনা। এর থেকেই প্রমাণ মেলে “ভারিয়া (Varia)” জুটি আজও দর্শকদের কাছে ঠিক কতটা প্রিয়।এই শোটি বর্তমানে প্রাইম ভিডিয়োতে এক্সক্লুসিভলি স্ট্রিমিং হচ্ছে।
আলিয়া ভাটকে যখন জিজ্ঞাসা করা হয়, বিয়ের পর রণবীর কাপুরের সঙ্গে জীবনে কী পরিবর্তন এসেছে, তিনি জানান, “রণবীর আর আমার মধ্যে খুব স্বাভাবিক এক বন্ধুত্বের সম্পর্ক। আমাদের মধ্যে কখনও অতিরিক্ত রোমান্টিক বা সিনেমাটিক চোখে দেখা ভালবাসা ছিল না। সবসময়ই আমরা খুব ভাল বন্ধুর মতো ছিলাম। আমি ওকে বিয়ে করেছি কারণ আমি ওকে একজন মানুষ হিসেবে দারুণ মনে করি, আর আমার প্রতি ওর ব্যবহারও অসাধারণ।”তিনি আরও হেসে বলেন, “আমি যাকে সবচেয়ে বেশি ট্রোল করি, সে রণবীর। আর ও যাকে সবচেয়ে বেশি ট্রোল করে, সে আমি! এই মজার খুনসুটি আমাদের সম্পর্কে একেবারেই স্বাভাবিক।”

এই এপিসোডে টুইঙ্কল খান্না তাঁর ‘Mrs. Funnybones’ স্বভাব অনুযায়ী বরুণকে মজার ছলে Coolie No. 1 ছবির একটি দৃশ্য নকল করে চমকে দেন। এরপর আলিয়া নিজেকে মজা করে “বরুণ ফ্যান” বলে ঘোষণা করলে উপস্থিত সবাই হেসে ওঠেন। বরুণও পাল্টা কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর অনুকরণ করে আড্ডা জমিয়ে তোলেন।বরুণ ধাওয়ান এরপর শেয়ার করেন তাঁর “কোভিড বিয়ের” এক মজার গল্প। তিনি হেসে বলেন, “আমার বিয়েটা খুব চাপের মধ্যে গিয়েছিল।” তিনি জানান, “যেদিন আমরা বিয়ের অনুষ্ঠানের জন্য রওনা হচ্ছি, সেদিনই আমার ভাই রোহিত-এর কোভিড টেস্ট পজিটিভ আসে। আমি বললাম, ‘এটা কী হচ্ছে! ভাই ছাড়া আমি বিয়ে করব কীভাবে?’ পরে ওকে আবার টেস্ট করানো হয়। তখন জানা যায়, ওর রিপোর্টটা অন্য এক রোহিতের সঙ্গে গুলিয়ে গিয়েছিল।”এই কাহিনি শুনে আলিয়া ও কাজল হেসে লুটোপুটি খান, আর টুইঙ্কল সঙ্গে সঙ্গে মজা করে বলেন, “এটা তো একেবারে Judwaa ছবির স্ক্রিপ্টের মতো শোনাচ্ছে!”
আড্ডার মাঝেই বরুণ বলেন, তিনি চান না যে তাঁর মেয়ে লারা যেন ‘বদলাপুর’ ছবি দেখে। কেন? বরুণ জানান, “ওই ছবিতে হুমা আর আমার মধ্যে একটা দৃশ্য আছে, যা একটু বেশি হিংসাত্মক। আমি চাই না ও এখনই সেটা দেখুক।”এইভাবে হাসি-মজায় ভরা এই এপিসোডে উঠে আসে ভালবাসা, সম্পর্ক, পিতৃত্ব ও ব্যক্তিগত জীবনের নানা দিক। তাই নিঃসন্দেহে এই এপিসোড দর্শকদের কাছে ছিল একেবারে হৃদয়গ্রাহী।