চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বোলারদের পরিকল্পনায় বারবার জড়িয়ে পড়ছেন বিরাট কোহলি। অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হওয়া যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে তার জন্য। এই ধারাবাহিক ব্যর্থতা তার ব্যাটিং টেকনিক নিয়ে বড় প্রশ্ন তুলছে।
ট্রফির চারটি টেস্টে সাতটি ইনিংসে কোহলি ব্যাট হাতে নেমেছেন। এর মধ্যে ছয়বারই তিনি অফ-স্টাম্পের বাইরের বলে স্লিপ বা উইকেটকিপারের হাতে ধরা পড়েছেন। পার্থে প্রথম টেস্টের দুই ইনিংসে হেজেলউডের বলে একইভাবে আউট হন তিনি। প্রথম ইনিংসে উসমান খোয়াজার হাতে স্লিপে এবং দ্বিতীয় ইনিংসে উইকেটকিপারের হাতে ধরা পড়েন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড তাকে একই ফাঁদে ফেলেন।
ব্রিসবেনের তৃতীয় টেস্টেও হেজেলউডের বলে উইকেটকিপারের দস্তানায় ধরা পড়েন কোহলি। মেলবোর্নের চতুর্থ টেস্টের দুই ইনিংসেও একই গল্পের পুনরাবৃত্তি ঘটে। প্রথম ইনিংসে স্কট বোল্যান্ড এবং দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ক অফ-স্টাম্পের বাইরের বলে তার উইকেট তুলে নেন।
অবশ্য একটি ইনিংসে কোহলি সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন, তবে বাকি ছয় ইনিংসে তার ব্যাটিং গড় ছিল মাত্র ২৭.৮৩। ১৬৭ রানের সংগ্রহ নিয়ে চলতি সিরিজে তার পারফরম্যান্স হতাশাজনক।
কোহলির এই ব্যর্থতা প্রমাণ করে, অজি বোলাররা তার দুর্বলতা নিয়ে সঠিক পরিকল্পনা করেছে। অফ-স্টাম্পের বাইরের বল তার জন্য এত বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে, যা দ্রুত শুধরে নিতে না পারলে ভবিষ্যতে তাকে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
