
বলিউডের বাদশা শাহরুখ খান আবারও ফিরছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস মঞ্চে সঞ্চালকের ভূমিকায়। তবে শুধু সঞ্চালনা নয়, এবার তিনি নাচের মাধ্যমে দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবেন ৯০-এর দশকের সোনালি দিনে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছে, ৫৯ বছর বয়সি শাহরুখ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের রিহার্সালের সময় নিজের ১৯৯৮ সালের জনপ্রিয় ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর গান ‘লড়কি বড়ি অঞ্জানি হ্যায়’-তে নাচছেন। ধূসর রঙের সোয়েটশার্ট ও কার্গো প্যান্ট পরে তিনি নাচের স্টেপগুলো একেবারে পুরনো দিনের মতোই করে দেখান। তাঁর সঙ্গে ব্যাকআপ ডান্সাররাও মঞ্চে তাল মিলিয়ে নাচেন।
ভিডিয়োর দ্বিতীয় অংশে দেখা যায়, রাতের অন্ধকারে বিশাল সংখ্যক ভক্ত ভিড় জমিয়েছেন অনুষ্ঠানস্থলের বাইরে। ক্যাপশন অনুযায়ী, রাত ৩টেয় আহমেদাবাদের স্টেডিয়ামের বাইরে শত শত ভক্ত জড়ো হয়েছিলেন শুধু শাহরুখকে এক ঝলক দেখার জন্য।
এই বছর ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হচ্ছে ১১ অক্টোবর আহমেদাবাদে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শাহরুখ খান, মনিষ পল ও করণ জোহর।
গত সপ্তাহে আয়োজকরা শাহরুখের নাম ঘোষণা করার পর তিনি এক বিবৃতিতে বলেন, “প্রথমবার যখন আমি হাতে ব্ল্যাক লেডি (ফিল্মফেয়ার ট্রফি) নিয়েছিলাম, সেদিন থেকেই এই মঞ্চের সঙ্গে আমার অগণিত স্মৃতি জড়িয়ে আছে। ভালোবাসা, সিনেমা আর জাদুর এই যাত্রায় আবারও ৭০তম বর্ষে ফিরে আসা আমার কাছে ভীষণ বিশেষ। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই রাত হবে হাসি, স্মৃতি আর সিনেমার এক অনন্য উদযাপন।”
অন্যদিকে, শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’, পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতেই প্রথমবার পর্দায় দেখা যাবে শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানকে একসাথে অভিনয় করতে। ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অরশদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। ‘কিং’ মুক্তি পাবে পরের বছর।