
মালদার হবিবপুর ব্লকে নির্বাচন কমিশনের প্রকাশিত বিএলও তালিকা ঘিরে নতুন বিতর্ক। মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের দু’জন তৃণমূল সদস্য অসীম সরকার ও মাতিয়াষ মার্ডির নাম সেই তালিকায় উঠে এসেছে। জানা গেছে, অসীম সরকার পেশায় প্যারা শিক্ষক এবং মাতিয়াষ মার্ডি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুজনেই তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য।
এই ঘটনাকে ঘিরে বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছে, কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী বা রাজনৈতিক দলের নির্বাচিত সদস্যদের বিএলও হিসেবে নিয়োগ করা যায় না। তা সত্ত্বেও হবিবপুর বিধানসভা এলাকার এই দুই তৃণমূল সদস্যকে তালিকায় রাখা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলছে বলে তাদের দাবি। তারা দ্রুত এই দুই নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে।
অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, বিজেপি মঙ্গলপুরা পঞ্চায়েতে প্রভাব হারিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তারা দাবি করেছে, নাম থাকা মানেই পক্ষপাত নয়, নির্বাচনের কাজে সংশ্লিষ্টরা কমিশনের নির্দেশ মেনেই কাজ করবেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন নজর গোটা জেলার।
