মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ধাঁচে এবার নিজেদের হরর ইউনিভার্স নিয়ে বড়সড় পরিকল্পনা প্রকাশ করল ম্যাডক ফিল্মস। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’-এর বক্স অফিস সাফল্যের পর নির্মাতারা এবার ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে মুক্তি পেতে যাওয়া একাধিক ছবির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করেছেন। এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।
ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্সে ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’, ও ‘মুঞ্জিয়া’র পাশাপাশি ‘থামা’, ‘চামুন্ডা’ এবং নতুন ক্রসওভার ছবিরও অন্তর্ভুক্তি ঘটেছে। নির্মাতাদের মতে, এই সিনেমাগুলি শুধু আলাদা গল্প বলবে না, বরং একে অপরের সঙ্গে জুড়ে থাকবে।
২০২৫-এর দীপাবলিতে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’। এই ছবিতে ভ্যাম্পায়ারের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানা ও সামান্থা রুথ প্রভুকে। এরপর বছরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ‘শক্তি শালিনী’, যা হরর ইউনিভার্সে নতুন এক অধ্যায় যোগ করবে।
২০২৬ ও ২০২৭ সালে আসবে ‘স্ত্রী ৩’, ‘ভেড়িয়া ২’ ও ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েল। অন্যদিকে, ২০২৮ সালে মুক্তি পাবে ‘চামুন্ডা’ এবং একটি বিশাল ক্রসওভার ছবি, যেখানে হরর ইউনিভার্সের প্রধান চরিত্রগুলো একসঙ্গে আসবে।
ম্যাডক ফিল্মসের এই হরর ইউনিভার্স নিয়ে দর্শকদের আগ্রহ চরমে। ‘স্ত্রী ২’-এর অভূতপূর্ব সাফল্যের পর দর্শকরা আরও চমকের অপেক্ষায়। এই ধারাবাহিক মুক্তি পরিকল্পনা নিঃসন্দেহে বলিউডের নতুন দিশা দেখাতে চলেছে।
