রাজকোটের নীরঞ্জন শাহ স্টেডিয়ামের পিচ বোলারদের জন্য এক অগ্নিপরীক্ষা। ক্রিকেটমহলে প্রচলিত, ‘‘ব্যর্থতা কাটাতে, ম্যাচ খেলো রাজকোটে।’’ তবে সেখানেই নিজের জাত চিনিয়ে দিলেন সি ভি বরুণ। ভারত-ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টিতে চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিলেন এই স্পিনার।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মহম্মদ রিজ়ওয়ান ও বাবর আজ়মের বিধ্বংসী ইনিংসে রাতের ঘুম উড়ে গিয়েছিল বরুণের। মনে হয়েছিল, হয়তো ভারতীয় দলে ফেরার আর কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এই কঠিন সময়ে পাশে দাঁড়ান কেকেআর সতীর্থ সুনীল নারাইন। বরুণের আত্মবিশ্বাস বাড়াতে ওর অনুশীলন ও মনোবল ধরে রাখার উপদেশ দেন ক্যারিবিয়ান স্পিনার।
কলকাতা নাইট রাইডার্সে ছয় বছর কাটানো বরুণ নারাইনের কাছ থেকেই শিখেছেন ধৈর্য ও বৈচিত্র্য আনতে। কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বললেন, ‘‘ভারতীয় দল থেকে বাদ পড়ার পর বরুণ অনেকটাই ভেঙে পড়েছিল। কিন্তু নারাইন ওকে বোঝায়, ধৈর্য ধরলে একদিন কামব্যাক করা সম্ভব।’’ গত আইপিএলেও বরুণ নাইটদের চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন, ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন তিনি।
তামিলনাড়ুর কোচ লক্ষ্মীপতি বালাজি জানান, বরুণ লাল বল ছোঁয় না, শুধু সাদা বলের ক্রিকেটেই মনোযোগ দেয়। তামিলনাড়ুর বিভিন্ন লিগে নিয়মিত খেলেন তিনি, যাতে নিজের বোলিংকে আরও উন্নত করতে পারেন। বরুণের ব্যক্তিগত কোচ এ সি প্রতিভান বলেন, ‘‘পিচের উপর রুমাল রেখে বা স্টাম্প পুঁতে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে বরুণ। এই পরিশ্রম ও দৃঢ়তাই আজ ওকে এই উচ্চতায় নিয়ে এসেছে।’’
রাজকোটের বাইশ গজে দুর্দান্ত স্পেলে বরুণ আবার প্রমাণ করলেন, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে কামব্যাক করা সম্ভব!
