বেশ কিছু মাস ধরে বলিউডের অন্যতম বিখ্যাত দম্পতি, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের দাম্পত্য জীবনে টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও সম্পর্কের বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তারা, তবে অমিতাভ বচ্চনের ফেসবুক পোস্ট ও মন্তব্যে সম্প্রতি সবার নজর কাড়েছে।
অমিতাভ বচ্চন কিছু দিন আগে ফেসবুকে ‘‘চুপ’’ লিখে নিজের মতামত জানান, যা থেকে পরিষ্কার বুঝা যায় যে তিনি কিছুটা বিরক্ত। তার আগেও, অভিষেক-ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়ালেও এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে, অমিতাভ তাঁর পোস্টে একটি নতুন বক্তব্য রাখেন, যেখানে তিনি সংবাদমাধ্যমের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘‘এই দুনিয়ায় বোকা, স্বল্প মেধার মানুষের সংখ্যা যেন বেড়েই চলেছে’’।
অমিতাভ আরও বলেন, ‘‘অর্ধসত্য সংবাদ প্রচার করা এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তি ছড়ানো খুবই অনুচিত।’’ তিনি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, ‘‘কোনও পরিবারকে অকারণে বিব্রত করতে এই ধরনের ভুয়ো কুৎসা কি কাম্য?’’
বচ্চন পরিবারের অন্দরের অশান্তি নিয়ে যে ধরনের সংবাদ চাউর হয়েছে, তার প্রতি অমিতাভের এই রাগ প্রকাশ যেন একটি স্পষ্ট বার্তা, যে তিনি আর এই ধরনের মিথ্যা খবর সহ্য করবেন না। তার পোস্টে একটি অভিজ্ঞানও রয়েছে, ‘‘যাঁদের নিজেদের ব্যক্তিগত জীবন অনর্থক, তাঁরাই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামান।’’
এত দিন পর্যন্ত অমিতাভের প্রোফাইলে রাগ প্রকাশ খুব কমই দেখা গিয়েছে, তবে এবার যেন তার ধৈর্য ভেঙে গেছে।