বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সানজানা মেহরান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে উদ্দেশ্য করে প্রকাশ্যভাবে প্রেম নিবেদন করেছেন। “ভারত দখল কি হয়ে গিয়েছে? না, ইয়ে মানে দখলের পর এই কিউট ছেলেটিকে আমার হাতে তুলে দেবেন। অনি শুধু আমার,” – এমন ক্যাপশনে, সাথে একাধিক হৃদয়ের চিহ্ন ও অনির্বাণের ছবি শেয়ার করে নিজের মুগ্ধতা প্রকাশ করেন তিনি।
সানজানা, যিনি বাংলাদেশের ‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশোর সহ-অভিনেত্রী, মঞ্চাভিনয় ও বেতারশিল্পী হিসেবে পরিচিত, সামাজিক মাধ্যমে অনির্বাণের প্রতি তার অনুভূতি খোলামেলা ভাবে প্রকাশ করেন। তিনি বলেন, “ওঁর চাহনি, হাসি, দাঁতের পাটি, ঠোঁট, উচ্চারণ—সব কিছুই ভাল লাগে।”
এমনকি সানজানা আরও জানান, যদি কখনো অভিনয়ের সুযোগ আসে, তবে অনির্বাণের সাথে চুম্বনদৃশ্যে অভিনয় করতেও তিনি প্রস্তুত। তবে অভিনেত্রী বলেন, তিনি কোনরকম হিংসা অনুভব করেন না, বরং তিনি মনে করেন, এসব সৃজনশীলতার অংশ।
বর্তমানে সানজানা তার নতুন ছবি ‘নয়া মানুষ’ নিয়ে ব্যস্ত, তবে কলকাতায় আসার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন, “পারলে এখনই যাই, জানেনই তো, ভারত-বাংলাদেশে যাতায়াত এখন সমস্যা রয়েছে।”
ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার মাঝেও সানজানার এই মিষ্টি প্রেমের প্রকাশ্য অভিব্যক্তি, দুই দেশের মানুষকে একত্রিত করার বার্তা দিতে পারে।