অবশেষে প্রকাশিত হল ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা। মঙ্গলবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে এই তালিকা ঘোষণা করা হয়েছে। তবে ভারতীয় সিনেমাপ্রেমীদের জন্য হতাশার খবর যে, ভারতীয় ছবি কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ এই তালিকায় জায়গা পায়নি। তবে কিছুটা সান্ত্বনা যে, সন্ধ্যা সুরি পরিচালিত হিন্দি ছবি ‘সন্তোষ’ জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে।
‘লাপাতা লেডিস’কে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে অস্কারের দৌড়ে রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এই ছবিটি জায়গা করে নিতে পারল না। ১৬৯টি ছবির মধ্যে বিভিন্ন বিভাগের চূড়ান্ত মনোনয়নের জন্য যেসব ছবির নাম রয়েছে, তার মধ্যে ‘সন্তোষ’ একটি চমক হিসেবে উঠে এসেছে। অন্যদিকে, অস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’-এ ৮৫টি দেশের ছবি থেকে মোট ১৫টি ছবি বেছে নেওয়া হয়েছে, যেখানে ‘সন্তোষ’ সহ আরও বেশ কিছু আন্তর্জাতিক ছবি জায়গা পেয়েছে।
অস্কারের তালিকায় ‘অরিজিনাল মিউজিক’ এবং ‘অরিজিনাল সঙ্গীত’ বিভাগেও বেশ কিছু ছবির গান স্থান পেয়েছে, তবে ভারতীয় বাঙালি গান ‘ইতি মা’ যেটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী, তা জায়গা পায়নি। এ ছাড়াও অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিংসহ অন্যান্য বিভাগে ১৫টি ছবি নির্বাচন করা হয়েছে।
অস্কারের এই চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ছবি এবং গানগুলি পরবর্তী পদক্ষেপের দিকে আগাতে চলেছে। যদিও ভারতীয়দের জন্য একটু হলেও আনন্দের খবর যে, ‘সন্তোষ’ এখনও চূড়ান্ত মনোনয়নের দৌড়ে রয়েছে, যা ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে কিছুটা আশার আলো জাগিয়েছে।