করোনার পরে বিশ্বজুড়ে যখন আর্থিক সংকট ও অনিশ্চয়তা বিরাজমান ছিল, তখন ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন উত্থান ঘটিয়েছিল ‘পুষ্পা: দ্যা রাইজ’। ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দর্শকদের মন জয় করেছিল। এবার, দু’বছর পর ‘পুষ্পা ২’ মুক্তির পর আবারও সেই একই দৃশ্য।
গত বৃহস্পতিবার সারা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। মাত্র তিন দিনেই বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৬২১ কোটি টাকা। ভারতীয় বক্স অফিসে সবচেয়ে দ্রুত ২০০ কোটি টাকার রেকর্ড ছুঁয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে এটি। বিশেষজ্ঞদের মতে, এই সিনেমা কিছু সময়ের মধ্যে একাধিক রেকর্ড ভাঙতে সক্ষম হবে।
শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা গুলি দীর্ঘদিন বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, ‘পুষ্পা ২’ তার সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। ‘পাঠান’ আয় করেছিল ৫২৪ কোটি, আর ‘জওয়ান’ আয় করেছিল ৫৮২.৩১ কোটি টাকা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’ সিনেমা ৫৯৭.৯৯ কোটি টাকার আয় নিয়ে শাহরুখ খানকে পেছনে ফেলে দিয়েছিল। কিন্তু এবার, ‘পুষ্পা ২’ মাত্র এক সপ্তাহে ৬০০ কোটি টাকার উপার্জন করেছে এবং ১৩তম দিনে এর আয় ৯৫৩ কোটি টাকায় পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, ‘পুষ্পা ২’ যে রেকর্ড তৈরি করেছে, তা ভাঙা সহজ হবে না। তেলেগু সংস্করণে এই সিনেমা দুর্দান্ত ব্যবসা করেছে, এবং হিন্দি ভাষায়ও সিনেমার কৃতিত্ব দুর্দান্ত। এখনই বলা যাচ্ছে না, এটি কতদূর যাবে, তবে সিনেমার চলতি সফলতা দেখেই বলাই যায়, এটি এক নতুন মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান পাবে।