নিজের শেষ ফেলুদা সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ নিয়ে এক বিশেষ ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি জানিয়েছিলেন যে, ফেলুদা নিয়ে আর কোনো কাজ করবেন না। মাত্র চারটি প্রজেক্টেই তিনি ফেলুদার সফর শেষ করছেন। এই সিরিজটির একটি দৃশ্য পোস্ট করে সৃজিত লিখেছেন, “ভূস্বর্গ ভয়ঙ্কর আমার বানানো শেষ ফেলুদা হবে।” তিনি আরও জানান, এই পাঁচ বছরের সফরটি দুর্দান্ত ছিল, যা ২০১৯ সালে ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর মাধ্যমে শুরু হয়েছিল এবং কাঠমান্ডু, দার্জিলিং, কাশ্মীরের পর শেষ হলো।
সৃজিত বলেন, “প্রথম আড্ডাটাইমস ও হইচই দারুণভাবে সাহায্য করলেও, সিরিজের বাজেটের কারণে ফেলুদার গল্পগুলো আর তুলে ধরা সম্ভব হচ্ছে না।” তিনি তাঁর টিমের সদস্যদের ধন্যবাদ জানান, বিশেষত টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্রকে, যাদের সহায়তায় সিরিজটি সফলভাবে এগিয়ে গেছে।
এদিন, সৃজিত তার পোস্টে একটি বিশেষ ঘোষণা করেছেন ফেলুদা প্রেমীদের জন্য। তিনি বলেন, “শীতের কলকাতায় যদি কেউ পার্ক স্ট্রিট, কমলা লেবু এবং ফেলুদা একসঙ্গে চান, তাহলে আমরা তাঁদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে সুযোগ দেওয়া হবে।” ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর একটি বিশেষ স্ক্রিনিং আয়োজন করা হবে, যা সিনেমা হিসেবে একবারের জন্য দেখানো হবে।
এছাড়া, ২০ ডিসেম্বর থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। এই সিরিজে ফেলুদা, জটায়ু এবং তোপসের ভূমিকায় আবারও দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্রকে।