বাংলাদেশের হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে সরব ভারতের বিজেপি নেতৃত্ব। এক সময় শুভেন্দু অধিকারী দাবি করে বসেছিলেন যে, বাংলাদেশ থেকে নাকি এক কোটি হিন্দু শরণার্থী চলে আসবে ভারতে। যদিও সীমান্তে বিএসএফের কড়া নজরদারি রয়েছে। এমনকি গ্রেফতার করা হয়েছে ভারতে পালিয়ে আসার চেষ্টা করা বাংলাদেশী হিন্দুদের। মেঘলা এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এই নিয়ে সরব হন।
ভারতে পালিয়ে আসা বাংলাদেশি হিন্দুদের গ্রেফতারের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় তথাগত লেখেন, “পৃথিবীতে হিন্দুর উপর অত্যাচার শুধু পাকিস্তান বা বাংলাদেশে হয়, অন্য কোথাও হয় না… তার মানে এই নয় যে সে সব হিন্দুকে ভারতে নিয়ে আসতে হবে।” তিনি বিবিসি বাংলার একটি প্রতিবেদনের লিঙ্ক এক্স হ্যান্ডেল এ পোস্ট করেন গতকাল। সেই প্রতিবেদনে তথাগত রায়কে উদ্ধৃত করে বাংলাদেশকে চাপে রাখার কথা উল্লেখ করা হয়। শুধু তাই নয় দিল্লির প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক মনোহর পারিকর আইডিএসএ-র সিনিয়র ফেলো স্মৃতি এস পট্টনায়কের মতামতও নেওয়া হয়েছে।
স্মৃতি পট্টনায়েক বলেন, “ভারত ইজরায়েল নয়। তারা যেমন সব ইহুদির দায়িত্ব নিয়েছে, ভারত তেমন সব হিন্দুর দায়িত্ব নিতে পারে না।”এই প্রসঙ্গে তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “শ্রীমতী পট্টনায়ক বলেছেন ভারত ইস্রায়েল নয়, তারা যেমন সারা বিশ্বের ইহুদিদের দায়িত্ব নিয়েছে ভারত তেমন করে সমস্ত হিন্দুর দায়িত্ব নিতে পারে না। তাহলে যেখানে হিন্দুর উপর অত্যাচার হবে ভারতের কর্তব্য কি সেটা চুপ করে দেখা?”
এখানেই শেষ নয়। তথাগত আরো লিখেন,”সেসব কিছু নয়। পৃথিবীতে হিন্দুর উপর অত্যাচার শুধু পাকিস্তান বা বাংলাদেশে হয়, অন্য কোথাও হয় না। দক্ষিন আমেরিকায় সুরিনাম থেকে যুক্তরাজ্য ও আরব দুনিয়ার বিভিন্ন দেশে হিন্দুরা ছড়িয়ে আছে এবং সেদেশের মানুষের সঙ্গে সুখেশান্তিতে বাস করছে। কিন্তু সমস্যা যেখানে আছে সেখানে ভারতকে সক্রিয় হতেই হবে। তার মানে এই নয় যে সে সব হিন্দুকে ভারতে নিয়ে আসতে হবে। কিন্তু এমন চাপ সৃষ্টি করতে হবে যে তারা হিন্দু নির্যাতন থেকে বিরত থাকে। আজ ভারতের সেই শক্তি আছে।”