দিল্লিতে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে দিল্লি পুর নিগম। কিছুদিন আগে একাধিক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার পর, দিল্লি জুড়ে অভিযান চলছে। এবার পুর নিগম নির্দেশিকা জারি করেছে, যাতে দিল্লির স্কুলগুলিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করা যায়। পাশাপাশি, কোনো অনুপ্রবেশকারীকে জন্ম শংসাপত্র প্রদান না করার জন্যও নির্দেশিকা জারি হয়েছে।
বর্তমানে দিল্লি পুর নিগমের নিয়ন্ত্রণ রয়েছে আম আদমি পার্টির হাতে, এবং আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই বিষয়টি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় বেশ কয়েকজন বাংলাদেশি ধরা পড়েছেন। শীত এবং কুয়াশার কারণে আরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে, মায়ানমারের আরাকান আর্মির আক্রমণের ফলে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবাহও বৃদ্ধি পেয়েছে, যা ভারতের সীমান্তেও প্রভাব ফেলতে পারে।
গত ১২ ডিসেম্বর, দিল্লি পুলিশ শুধুমাত্র একদিনে ২০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছে। পুলিশ পূর্ব দিল্লির সীমাপুরি, কালিন্দি কুঞ্জ, শহিরবাগ ও জামিয়া নগরের বিভিন্ন এলাকাতে অভিযান চালাচ্ছে। এই অভিযান আগামী ২ মাস চলবে বলে জানা গেছে।
সম্প্রতি, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে কিছু বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে এক নাবালিকাও রয়েছে, যিনি বাংলাদেশের মৌলবাদীদের হুমকির পর ভারতে প্রবেশ করতে বাধ্য হন। বিএসএফ তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেয়।