জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি ক্রিসমাস মার্কেটে শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি হামলায় পাঁচজন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজন ভারতীয় নাগরিকও আছেন। জখম ভারতীয়দের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের বার্লিন দূতাবাস হামলার ঘটনার পর আহতদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সম্ভাব্য সহায়তা প্রদান করছে।
জার্মান পুলিশ জানিয়েছে, স্যাক্সনি-আনহাল্ট প্রদেশের জনাকীর্ণ এই মার্কেটে ৫০ বছর বয়সী এক ব্যক্তি তার গাড়ি দ্রুত গতিতে চালিয়ে জনতার মধ্যে ঢুকে পড়ে এবং মানুষদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। জার্মান কর্তৃপক্ষ হামলাটিকে ‘ইচ্ছাকৃত’ হিসেবে চিহ্নিত করেছে। ভারতীয় দূতাবাস এই হামলাকে ‘ভয়ঙ্কর ও কাণ্ডজ্ঞানহীন’ বলে নিন্দা জানিয়ে আহত ভারতীয়দের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রকও এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং জানিয়েছে যে, তারা ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছে। মন্ত্রক আরও জানিয়েছে, ‘আমাদের মিশন আহত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাঁদের পরিবারগুলোর সঙ্গে সমন্বয় করে সাহায্য প্রদান করছে।’
হামলাকারীর নাম প্রকাশ না করলেও, স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, হামলাকারী একজন সৌদি নাগরিক, যার নাম ‘তালেব এ’। তিনি প্রায় ২০ বছর ধরে জার্মানিতে বসবাস করছেন এবং পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের সমালোচনা এবং জার্মান অভিবাসন নীতির বিরোধিতা করতেন তিনি। হামলার কারণ খতিয়ে দেখছে জার্মান পুলিশ।