প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা দেশে। আজ, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লির নিগমবোধ ঘাটে। শেষকৃত্যের তত্ত্বাবধানে থাকবে সেনাবাহিনী। এর আগে কংগ্রেস সদর দফতরে রাখা থাকবে তাঁর মরদেহ, যেখানে রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন।
মনমোহন সিং, যিনি ১৯৯১ সালের অর্থনৈতিক সংস্কার এবং ভারতের পারমাণবিক চুক্তির জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে কেন্দ্র ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এদিকে, মনমোহনের প্রয়াণের সঙ্গে সঙ্গেই বিতর্ক উস্কে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের সময় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়নি। তিনি লেখেন, “বাবার মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি শোকসভা ডাকার প্রয়োজন বোধ করেনি। অথচ কেআর নারায়ণের প্রয়াণে এই সভা হয়েছিল, যা আমি বাবার ডায়েরি থেকে জেনেছি।”
শর্মিষ্ঠার এই মন্তব্যে দিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের জীবনে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ একাধিকবার এলেও তা বাস্তবায়িত হয়নি। তবুও রাষ্ট্রপতির পদে থেকে তিনি নিজের রাজনৈতিক জীবন সম্পন্ন করেন।
এদিকে, মনমোহনের শেষকৃত্যের বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে একটি স্মৃতিসৌধ নির্মাণের আবেদন জানিয়েছেন। যদিও কেন্দ্র জানিয়েছে, আজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শেষকৃত্য হবে। পরে স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করা হবে।
মনমোহনের প্রয়াণে নরেন্দ্র মোদী, অমিত শাহ, সোনিয়া গান্ধীসহ একাধিক নেতার শ্রদ্ধার পাশাপাশি শর্মিষ্ঠার এই অভিযোগ কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে।