কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার হুগলির কুন্তীঘাটে রামচন্দ্রের মন্দির উদ্বোধনে বক্তৃতা দিয়ে বিতর্কের জন্ম দিলেন। তিনি হিন্দু সমাজকে আহ্বান জানিয়ে বলেন, আত্মরক্ষার জন্য প্রত্যেক হিন্দু পরিবারে ধারালো অস্ত্র রাখা উচিত। পাশাপাশি, সন্তানকে ভালো হিন্দু বানানোর গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার যাই বানান, কিন্তু আগে তাকে এমন হিন্দু বানান যে নিজের ধর্মের প্রতি সমর্পিত। আত্মরক্ষার স্বার্থে বাড়িতে ধারালো অস্ত্র রাখুন। যদি ধর্ম-সংস্কৃতি রক্ষা না করতে পারে, তবে উদ্বাস্তু হতে হবে।
তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর এ ধরনের কথা বলা উচিত নয়। আগে সবাইকে মানুষ বানানোর কথা বলুন। প্রকৃত হিন্দু সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। ফিরহাদ ঠাকুর রামকৃষ্ণের বার্তা তুলে ধরে শান্তি ও ঐক্যের আহ্বান জানান।
বিজেপি পালটা দাবি করে, সুকান্ত মজুমদার একজন ধর্মপ্রাণ হিন্দু হিসেবে আত্মরক্ষার বার্তা দিয়েছেন। তারা অভিযোগ করে, ফিরহাদ হাকিম অতীতে সাম্প্রদায়িক মন্তব্য করলেও তখন এসব মূল্যবোধের কথা বলেননি।
এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। সুকান্তের মন্তব্যকে কেউ ধর্মীয় সচেতনতার বার্তা বলছেন, তো কেউ সাম্প্রদায়িক উস্কানি হিসেবে চিহ্নিত করছেন।