হাওড়ার সাঁকরাইলে রাজ্য সরকার গড়ে তুলছে আধুনিক রবার পার্ক। বুধবার ‘অল ইন্ডিয়া রবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন’-এর কনফারেন্সে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ৯৬ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চলতি বছরের মধ্যেই এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এই রবার পার্ক চালু হলে প্রায় ১,৫০০ কোটি টাকার লগ্নি আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে ১০,০০০-রও বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি আরও জানান, রবার পার্ক তৈরিতে প্রাথমিকভাবে ৪১ কোটি টাকা ব্যয় করা হচ্ছে এবং ১৩০টি সংস্থাকে ইতিমধ্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি সংস্থা কাজ শুরু করেছে এবং আরও ছ’টি সংস্থা দ্রুতই কাজ শুরু করবে।
পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম সূত্রে খবর, সাঁকরাইলের এই রবার পার্ক আধুনিক সুযোগ-সুবিধায় পরিপূর্ণ হবে। এই পার্ক থেকে তৈরি পণ্য বাংলাদেশ, সৌদি আরব, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল এবং ভুটানের মতো দেশে রফতানি করা হবে। শিল্পমন্ত্রী জানিয়েছেন, রাজ্য থেকে রবার পণ্যের রফতানি ইতিমধ্যে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি আরও বাড়ার আশা।
উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রবার শিল্পের প্রসারও এই উদ্যোগে গতি পাবে। কল্যাণী শিল্পহাব ও মালদার পার্কেও রবার সংস্থাগুলি কাজ শুরু করেছে। এই রবার পার্ক রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।