ডোনাল্ড ট্রাম্প যখন ভারতীয় অভিবাসীদের প্লেনে তুলে ফেরত পাঠাতে পারেন, তখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে মোদী সরকারের সমস্যা কোথায়?—অসমের ট্রানজ়িট ক্যাম্পে আটক ৬৩ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় শুক্রবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
বিচারপতি এ এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ কেন্দ্র ও অসম সরকারকে নির্দেশ দিয়েছে, দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশি বন্দিদের ফেরানোর প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ২০০৯ সালের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী পরিচয় যাচাই ও প্রত্যর্পণের প্রক্রিয়া ৩০ দিনের মধ্যেই সম্পন্ন হওয়া উচিত ছিল। অথচ বছর বছর ধরে বিনা বিচারে তাঁদের আটক রাখা হয়েছে, যা ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারার পরিপন্থী।
সরকার বলছে, বন্দিদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে, তবে ঢাকা সরকার তাঁদের নিজেদের নাগরিক বলে মানতে নারাজ। আটকদের সঠিক ঠিকানাও পাওয়া যায়নি। শীর্ষ আদালতের বক্তব্য, কাউকে বিদেশি হিসেবে চিহ্নিত করলে অবিলম্বে নিজ দেশে ফেরানো সরকারের দায়িত্ব। ঠিকানা না জানাটা অজুহাত হতে পারে না।
এই মামলার শুনানিতে উঠে এসেছে মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রসঙ্গও। বুধবার টেক্সাস থেকে উড়ে আসা মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমানে ৩৬ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, ট্রাম্প প্রশাসন যদি বেআইনি অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে পারে, তবে মোদী সরকারের সমস্যা কোথায়?
এই প্রশ্নের উত্তর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি।