শিলিগুড়ি: মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই রহস্যজনকভাবে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হল দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায়।
নকশালবাড়ির মেচিবস্তির বাসিন্দা, নন্দপ্রসাদ হাইস্কুলের ছাত্রী অর্পিতা পাল (১৫) কয়েকদিন ধরেই বান্ধবীর বাড়িতে থেকে পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে ঘুমিয়ে পড়ার পর অনেক ডাকাডাকিতেও সাড়া না পাওয়ায় পরিবারের সন্দেহ হয়। এরপরই তাকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, গত রবিবার মায়ের সঙ্গে ঝগড়ার পর অর্পিতা বাড়ি ছেড়ে বান্ধবী সুজাতা শৈবের বাড়িতে থাকতে শুরু করেছিল। পরীক্ষা চলছিল সেখান থেকেই। কিন্তু বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পর ঘুমাতে যায় অর্পিতা। তারপর আর উঠছিল না। সুজাতার পরিবারের সন্দেহ হওয়ায় অর্পিতার মাকে খবর দেওয়া হয়।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীদের মূল প্রশ্ন, কীভাবে মৃত্যু হল অর্পিতার? বিষক্রিয়া, না কি অন্য কোনো শারীরিক সমস্যা? ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কার্শিয়াঙের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। ইতিমধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের সন্দেহ, মানসিক চাপের কারণেই কি এমন সিদ্ধান্ত নিল মেয়েটি? না কি ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? সব মিলিয়ে রহস্য আরও গভীর হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক বিশ্লেষণ হাতে আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।