রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালী লাহিড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। জন্মদিনের দিনই এমন ঘটনায় চমকে উঠেছেন অনুরাগীরা।
রূপঙ্কর লিখেছেন, আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল! কিন্তু কী হয়েছে চৈতালীর? ‘এই সময়’ অনলাইনের তরফে যোগাযোগ করা হলে রূপঙ্কর জানান, তাঁর স্ত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। CRP লেভেল অত্যন্ত বেশি। এছাড়াও UTI-এর সমস্যা দেখা দিয়েছে। যদিও আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
রূপঙ্করের জীবনে চৈতালী কেবল স্ত্রী নন, তিনি বন্ধু, পথপ্রদর্শক। যে কোনও পরিস্থিতিতে একসঙ্গে লড়াই করেছেন তাঁরা। গায়কের প্রতিটি কঠিন সময়ের সঙ্গী হয়ে থেকেছেন চৈতালী। তাই স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েছেন শিল্পী।
জন্মদিনের ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন রূপঙ্কর। ক্যাপশনে লিখেছিলেন ‘স্বজন’। অথচ সেই স্বজনই যখন অসুস্থ হয়ে হাসপাতালে, তখন মনের কোণে চিন্তার ভাঁজ পড়েছে শিল্পীর।
গতকালই ছিল রূপঙ্করের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। অথচ সে দিনই স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন গায়ক। জন্মদিনের আনন্দের বদলে হাসপাতালে স্ত্রীর সুস্থতার প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি।
চৈতালী ও রূপঙ্করের একমাত্র কন্যা মহুল তাঁদের জীবনের সবচেয়ে বড় শক্তি। এই দুঃসময়ে মায়ের পাশে ছোট্ট মহুলও ছায়াসঙ্গী। চৈতালীর অসুস্থতার খবর শোনার পর রূপঙ্করের পোস্টে অসংখ্য শুভেচ্ছাবার্তা জমা পড়েছে। প্রত্যেকেই প্রার্থনা করছেন, শিল্পীর প্রিয় ‘ঝুটকু’ দ্রুত সুস্থ হয়ে উঠুন।