এসএফআইয়ের মিছিলে ধুন্ধুমার। এসএফআই রবিবার প্রথমে তাদের অফিস থেকে বেরিয়ে কার্জনগেট চত্বরে বিক্ষোভ দেখায়।তারপর মিছিল করে তারা পার্কাস রোড মোড়ে জমায়েত হয়। সেখানে তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুত্তলিকা দাহ করতে গেলে বাধা দেয় পুলিশ।এরপর এসএফআই সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এরপর সাংবাদিক বৈঠক ডাকে এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটি। জেলা সম্পাদিকা উষসী রায়চৌধুরী বলেন,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে বর্ধমানে এসএফআইয়ের বিক্ষোভে পুলিশী তৃণমূলের দলদাসের ভূমিকা পালন করেছে। পুলিশের নির্মম আক্রমণ আমাদের জেলা সভাপতি প্রবীর ভৌমিক সহ বেশ কয়েকজন সতীর্থ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ছাত্রীদের ওপরেও পুলিশের আক্রমণ চালায়। উষসী রায়চৌধুরী বলেন, যদি পুলিশ তাদের সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে তারাও সেরকম ব্যবস্থা নেবে।পুলিশ যদি আজকের ঘটনা নিয়ে কোন অভিযোগ দায়ের করে তাহলে আমরাও প্রস্তুত আছি।পাল্টা অভিযোগ আমরাও দায়ের করবো থানায়।
Leave a comment
Leave a comment