এ বয়সে অনেক শিশুরই এখনো ভালো করে কথাই বের হয়নি আর সেখানে মাত্র ২বছর ২মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠে গেল কীর্ণাহারের খুদে ইহান আশরাফির। ইংরেজি বার,মাস, সংখ্যা ও বেশ কিছু পতঙ্গ, ফুল,ফল, বিভিন্ন দেশের পতাকা, অঙ্গ প্রত্যঙ্গ সহ প্রানী,পশু-পাখি, যানবাহন, গৃহস্থালি সামগ্রীর নাম বলা ও সনাক্ত করতে সক্ষম হয়েছে কীর্ণাহার পূর্বপট্টির ছোট্ট ইহান।আর তাতেই তার নাম জুড়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। গত মঙ্গলবার রাতে ইহানের বাড়িতে এসে পৌঁছায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার তারপর আজ বৃহস্পতিবার সেই খবর এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া এলাকায়। মা গৃহবধূ বাবা, ব্যবসায়ীর পুত্র ইহান। আর সে মাত্র ২ বছর ২ মাস বয়সেই ইহান যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলতে পারবে তা কখনোই ভাবতে পারে নি তার পরিবারের সদস্যরা ওই শিশুর সাফল্যে খুশি পরিবার পরিজনরা।
আগামী দিনে সে আরো বড় হবে এই আশায় রাখে সকলেই।
Leave a comment
Leave a comment