পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকায় আফগান সীমান্তের কাছে এক সেনা ঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। অন্তত ৩০জন জঙ্গি পাকিস্তানি সেনার ওপর হামলা চালায়, যার ফলে ১৬জন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই হামলা, যখন জঙ্গিরা সেনার ঘাঁটিতে প্রবেশ করে এবং সেনাদের ওয়ারলেস যোগাযোগ সিস্টেমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেয়। হামলাকারীরা পাকিস্তানি সেনাদের একাধিক অস্ত্রও দখল করে নেয়, যার মধ্যে মেশিন গান এবং নাইট ভিশন প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
এখন পর্যন্ত পাকিস্তানি তালিবান এই হামলার দায় স্বীকার করেছে এবং তাদের দাবি, সেনাদের একটি সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। গত বছর মে মাসেও পাকিস্তানি সেনার উপর একই ধরনের হামলা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ২৫জন সন্দেহভাজনকে দুই থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান।
এই হামলা সীমান্তের কাছে ঘটলেও, তাতে পাকিস্তান সেনার নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্তের স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জঙ্গিদের এই হামলা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, বিশেষ করে আফগান সীমান্তে তীব্র জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার মধ্যে।