বুধবার বড়দিন উপলক্ষে সেজে উঠলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উপাসনা মন্দিরে বড়দিনের খ্রিস্টোৎসব উপলক্ষে বিশেষ আলোকসজ্জা ও প্রার্থনার আয়োজন করা হয়। একদিকে পৌষমেলা চলছে। আবার অন্যদিকে বড়দিনের উৎসব।
সবমিলিয়ে বলা যায়, জমজমাট শান্তিনিকেতন।এদিন আলোকসজ্জা ও গানে গানে খ্রিস্টোৎসব উদযাপিত হয় শান্তিনিকেতনে। এই প্রথমবার উপাসনা গৃহে প্রবেশের সুযোগ পেলেন আগত পর্যটকরা। তাঁরাও আপ্লুত। উপনিষদের মন্ত্র উচ্চারণ ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শান্তিনিকেতনের উপাসনা গৃহে বড়দিনের উৎস উদযাপন শুরু হয়।
সকলে মিলে বড়দিন উপলক্ষে গাইলেন, ‘,একদিন যারা মেরেছিল তারে গিয়ে’। এছাড়াও পাঠ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথের লেখা। বাইবেলের অংশবিশেষও এদিন পাঠ করে শোনানো হয়। মোমবাতি, প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল উপাসনা গৃহ। এই ভাবেই বুধবার সন্ধ্যে জুড়ে আলোকসজ্জা এবং গানে গানে খ্রীস্টোৎসব পালিত হলো বিশ্বভারতী চত্বরে। ঐতিহ্যবাহী উপাসনা গৃহেই এই আয়োজন করা হয়।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিনয় কুমার সোরেন এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন, সভাধিপতি কাজল শেখ- সহ পড়ুয়ারা।খ্রিস্টোৎসবে অংশগ্রহণ করেছিলেন বহু প্রাক্তনী এবং প্রবীণ আশ্রমিকরাও। সবচেয়ে বড় বিষয় হলো, এ বছর প্রথমবার দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও উপাসনা গৃহে প্রবেশ করে খ্রিস্টোৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। সেই যেন বাড়তি পাওনা হয়ে উঠেছে দর্শকদের কাছে। তাই তারাও ভীষণ খুশি।