বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে তৃতীয় দিনে ইতিহাস রচনা করলেন ভারতীয় ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি। জীবনের প্রথম টেস্ট অর্ধশতক করার পর ব্যাট হাতে মাঠে ‘পুষ্পা সেলিব্রেশন’ করে শিরোনামে উঠে এলেন তিনি। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে অতীতে এমন উদযাপন করতে দেখা গেলেও এবার সেই উন্মাদনা দেখা গেল ভারতীয় ক্রিকেটারের মধ্যে।
নীতীশ রেড্ডি, যিনি ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে দলের জন্য নিয়মিত লড়াই করছেন, আজ অর্ধশতক পূর্ণ করে নিজের স্টাইলেই উদযাপন করেন। সিনেমার চরিত্র ‘পুষ্পা’র মতো দাড়িতে হাত বোলানোর অঙ্গভঙ্গি করলেও তিনি ব্যবহার করেন নিজের ব্যাট। এই সেলিব্রেশন দেখে ধারাভাষ্যকার সুনীল গাভাসকর পর্যন্ত মজা করে বলে ওঠেন, “পুষ্পা!”
এই সিরিজে রেড্ডির পারফরম্যান্স বেশ প্রশংসনীয়। এর আগে দু’টি ইনিংসে ৪০ রানের গণ্ডি পেরোলেও অর্ধশতক করতে পারেননি। তবে আজ কামিন্স এবং স্টার্কদের বলের মোকাবিলা করে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেন। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে তাঁর জুটি ভারতকে ফলো অনের বিপদ থেকে মুক্ত করেছে।
অন্যদিকে, ‘পুষ্পা ২’ সিনেমা নিয়ে বিতর্কের মাঝেও এই উদযাপন নতুন মাত্রা যোগ করেছে। সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে ৭০০ কোটির ওপরে আয় করেছে। ক্রিকেট মাঠে নীতীশের এই উদযাপন আরও একবার প্রমাণ করল, পুষ্পা শুধু সিনেমা নয়, এটি একটি আবেগ।