২০২৫ সালের ৮ জানুয়ারি, স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠানে অভিনেতা ও রাজনীতিবিদ দেব তার ২০১১ সালের শহিদ দিবসে “পাগলু ডান্স” গাওয়ার ঘটনার স্মৃতিচারণ করলেন। দীর্ঘ ১৪ বছর পরও সেই ঘটনার জন্য তাকে ট্রোল হতে হয়। এই বিড়ম্বনার সাফাই দিতে গিয়ে দেব হাস্যরসের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেন।দেব বলেন, “তখন আমি একদম নতুন। ভুল করে শহিদ দিবসের মঞ্চে ‘পাগলু’ গান গেয়েছিলাম। তখন বুঝিনি এমন জায়গায় এমন গান করা উচিত নয়। তবে ওইদিন আমি গাইনি, দর্শকরাই গানটি গাইতে বলেছিলেন। আজ আমি গান গাইব না, কারণ, সবার পরিবেশনার মান এত উঁচু যে আমি সেটা নষ্ট করতে চাই না।”
মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রসঙ্গে দেব বলেন, “আমাদের সময় এমন সুযোগ ছিল না। আজকের ছাত্রছাত্রীরা সরাসরি মুখ্যমন্ত্রীকে সামনে পাচ্ছে। এটা একটা বড় প্রাপ্তি।”গান গাওয়ার জন্য বারবার অনুরোধ এলে দেব তার ভুলের পুনরাবৃত্তি এড়াতে চান। সহ-অভিনেতা ইন্দ্রনীল সেনের অনুরোধে দেব লিপ সিঙ্ক করে গানটি এড়িয়ে যান। তবে দর্শকদের জন্য এক পর্যায়ে “ও মধু, আই লাভ ইউ” গানটি পরিবেশন করেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশে দেব বলেন, “স্টুডেন্ট লাইফ ফিরে পাওয়ার সুযোগ থাকলে, সেটা আমার প্রথম পছন্দ। এই সময়টা জীবন গড়ার ভিত্তি। মন দিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।”
দেবের বক্তব্যে তার পরিণত মানসিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন স্পষ্ট। মঞ্চে তার সরলতা ও আন্তরিক বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।