ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শেফালি বর্মা টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। সিনিয়র মহিলা ওয়ান ডে চ্যালেঞ্জার্স ট্রফিতে তিনি অসাধারণ ব্যাটিং করে নজর কাড়ছেন। চার ম্যাচে শেফালির সংগ্রহ ৩৮৮ রান। তাঁর ব্যাটিং গড় ৯৭ এবং স্ট্রাইক রেট ১৪৬.৯৬। এই ম্যাচগুলোতে তিনি করেছেন ১১৫, ৮৭, ৯৫ এবং ৯১ রান, যার মধ্যে রয়েছে একটি শতরান।চিদাম্বরম স্টেডিয়ামে শতরান করার পর শেফালি বলেন, “দলের জয় আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চেষ্টা করছি দীর্ঘ ইনিংস খেলে দলের প্রয়োজন মেটাতে। বুধবারের ফাইনালে আরও বড় ইনিংস খেলার লক্ষ্য থাকবে।”
শেফালির নজর এখন দেশের মাটিতে হতে চলা মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে জায়গা পাওয়ার দিকে। গত বছরের নভেম্বরে দল থেকে বাদ পড়ার পর থেকে নিজের ব্যাটিংয়ে ধারাবাহিক উন্নতি আনতে তিনি কঠোর পরিশ্রম করছেন। ডিসেম্বরে ওয়ান ডে ট্রফিতে হরিয়ানার হয়ে তিনি করেছিলেন ৫২৭ রান, গড় ছিল ৭৫.২ এবং স্ট্রাইক রেট ১৫২। তবে অস্ট্রেলিয়ায় তাঁর পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় জায়গা হারান জাতীয় দলে।ভারতীয় দলের ম্যানেজমেন্টও শেফালির পাশে রয়েছে। তারা তাকে নিজের ব্যাটিং স্টাইলে ভরসা রাখতে পরামর্শ দিয়েছে। জুন-জুলাই মাসে ইংল্যান্ড সফরের স্কোয়াডে জায়গা করে নিতে এই তরুণী ওপেনারের পারফরম্যান্স এখন সবার নজরে।
শেফালির কথায়, “আমার সমস্যা ছিল বড় ইনিংস খেলতে না পারা। এখন সিঙ্গল নিয়ে ইনিংস দীর্ঘ করার দিকে মনোযোগ দিচ্ছি। যেই দলের হয়েই খেলি না কেন, নিজের সেরাটা দেওয়া আমার লক্ষ্য।”