দেশের রাজধানী দিল্লিতে দীর্ঘ সময় ধরে শাসন করেছে যে দল, সেই দলই আজ শূন্য! আজ দিল্লির মানুষ সম্ভবত পুরোপুরি ভুলে গেছে কংগ্রেসকে। এবার ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচন থেকে উধাও হয়ে গেল ১৫ বছর ধরে দিল্লিতে একটানা সরকার পরিচালনা করা কংগ্রেস দল। তাই স্বাভাবিক ভাবেই পুরো প্রতিযোগিতাটি আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে সীমাবদ্ধ।
এখন পর্যন্ত যা ট্রেন্ডে দেখা যাচ্ছে, দিল্লির ৭০টি আসনের একটিতেও কোনও খাতা খুলতে পারেনি কংগ্রেস। ভোটের শতাংশের কথা বললেও, কংগ্রেসের অবস্থা খুবই খারাপ বলে মনে হচ্ছে। সকাল ১০.৩০ টা পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী, কংগ্রেস মাত্র ৬.৮৬ শতাংশ ভোট পেয়েছে। বর্তমান প্রবণতায়, বিজেপি ৬৯টি আসনের মধ্যে ৪১টিতে এবং আম আদমি পার্টি ২৮টি আসনে এগিয়ে। যদি এবারও কংগ্রেস একটিও আসন না পায়, তাহলে এটাই হবে টানা তৃতীয়বারের জন্য দিল্লির মানুষের কাছে কংগ্রেসের প্রত্যাখ্যান।
২০২০ সালে দিল্লিতে অনুষ্ঠিত সর্বশেষ বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের অবস্থা খারাপ ছিল। দলটি একটিও আসন পায়নি। দলের ভোটের শতাংশও ছিল মাত্র ৪.২৬ শতাংশ। এমনকি ২০১৫ সালেও, কংগ্রেস ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু একটিও আসন জিততে পারেনি। ভোটের ভাগও ছিল ৯.৭ শতাংশ।
২০১৩ সালে আম আদমি পার্টির উত্থানে মূল বাধা ছিল কংগ্রেস। এই নির্বাচনের আগে, ১৯৯৮ সাল থেকে দিল্লিতে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। কিন্তু ২০১৩ সালে জনগণ তাদের নতুন নেতা নির্বাচিত করে। ২০০৮ সালের নির্বাচনে ৪০ শতাংশেরও বেশি ভোট পেয়ে সরকার গঠনকারী কংগ্রেস ২০১৩ সালে ২৫ শতাংশেরও কম ভোটে জয়লাভ করে। দলের ভোটের ভাগ মাত্র ২৪.২৫ শতাংশ ছিল এবং আসনও ৪৩ থেকে কমে মাত্র ৮টিতে দাঁড়িয়েছে। এর পর, দলের পক্ষে একটি আসনও পাওয়া কঠিন হয়ে পড়ে।
লোকসভা নির্বাচনে সারা দেশে ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপির ভিত নাড়িয়ে দিতে পারত এই রাজনৈতিক দল। তবে, দিল্লির সাতটি আসনই হেরেছে রাহুল গান্ধীর দল। দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থা একেবারেই বেহাল।