হাসপাতালের সি সি ইউ(ক্রিটিকাল কেয়ার ইউনিট) এ ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের এক সাফাই কর্মী। ধৃত সাফাই কর্মী বিনোদ পন্ডিত।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় নেতড়ার এক বাসিন্দা তার অসুস্থ মেয়েকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিট বা সি সি ইউ তে নিয়ে যাওয়া হয় তাকে।
অভিযোগ সি সি ইউ এর মধ্যেই রাতে ওই নবম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার পরিবারের লোকজন ছাত্রীর কাছে গেলে ওই নির্যাতিত ছাত্রী তার মাকে সমস্ত ঘটনা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানান নির্যাতিত ছাত্রীর পরিবার ।অভিযোগ পেয়ে পুলিশ ডায়মন্ড হারবার পুরসভার রায়নগরের বাসীন্দা বিনোদ পন্ডিত নামের হাসপাতালের এক সাফাইকর্মীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে।
গত শনিবার দিন শারীরিক অসুস্থতা নিয়ে ওই নাবালিকা প্রথমে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয় শনিবার দিন গভীর রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ তার সাথে শ্রীলতাহানি চেষ্টা এবং তার ইচ্ছার বিরুদ্ধে একাধিক জায়গায় স্পর্শ করা হয় এবং বিষয়টি বলে দিলে নার্সদের হুমকি পর্যন্ত দেওয়া হয় ওই সাফাই কর্মীর পক্ষ থেকে। রবিবার দিন ওই নাবালিকা তার মাকে গোটা বিষয়টি জানায়। এরপরেই মঙ্গলবার দিন ডায়মন্ডহারবার থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় অভিযুক্ত বিনোদ পান্ডেকে গ্রেপ্তার করে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পাঠায় ডায়মন্ডহারবার থানার পুলিশ। তবে একাধিকবার এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে প্রিন্সিপাল কোনই উত্তর দেননি। রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য রোগীর পরিবারের লোকেরা। হাসপাতালের ভিতর এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় ।