সুদীপ্ত চট্টোপাধ্যায়
এবার প্রতারকদের ফাঁদে রাজ্যপালও। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে সমাজমাধ্যমে ফেক প্রোফাইল তৈরি করে সমাজমাধ্যমে রাজ্যপালের সঙ্গে যারা যুক্ত তাদের কাছ থেকে টাকা তোলার ছক কষে প্রতারকরা। বিষয়টি নজরে আসতেই সতর্ক হয় রাজভবন। রাজভবন এর সচিবালয়ের সূত্রে জানানো হয়েছে, রাজ্যপালের ফেক প্রোফাইল তৈরি করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ফোন কল করে বা তাদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করে রাজ্যপালের মাধ্যমে তাদের আটকে থাকা কাজের সুরাহা করে দেওয়ার আশ্বাস দিচ্ছে এই প্রতারকরা। তার বিনিময়ে টাকা সংগ্রহ করার ফাঁদ পেতেছেন ওই প্রতারকরা, বলে জানিয়েছে রাজভবন। সম্প্রতি এই প্রতারণার কথা জানতে পেরেছে রাজভবন সচিবালয়। সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশ এবং সাইবার ক্রাইম শাখার সঙ্গে যোগাযোগ করা হয় রাজভবনের পক্ষ থেকে। পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক বার্তা পৌঁছে দেয় রাজভবনের সচিবালয়। রাজভবনে অনেক মুখোপাধ্যায় জানান খুদ রাজ্যপালের সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটা বিপদের মধ্যে রয়েছেন তার সহজেই অনুমেয়। রাজভবনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি বিশেষ বার্তায় জানানো হয়েছে যে এ ধরনের ঘটনা যে কোন মানুষের সঙ্গেই ঘটতে পারে। তাই সতর্ক থাকতে হবে মানুষজনকে এবং এ ধরনের কোন রকম বিপদ সংকেত চোখে পড়লে বা কানে শুনলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানা বা সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে রাজভবন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এ ধরনের সাইবার অপরাধ নিয়ে একটি নির্দিষ্ট আইন প্রণয়ন করেছে। এই আইন প্রণয়নের পর এ ধরনের সাইবার অপরাধের ঘটনা কিছুটা কমলেও এখনো বেশ কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই এই ধরনের প্রলোভন বা প্রতারণার ফাঁদে যাতে সাধারণ মানুষ না জড়িয়ে পড়েন এবং তার জেরে তাকে সর্বস্বান্ত না হতে হয় সে কারণেই রাজভবন রাজ্য বাসি প্রতি বিশেষ বার্তা দিয়েছে বলেও জানান রাজভবনের মুখপাত্র। পাশাপাশি খোদ রাজ ভবন যখন এই প্রতারণা শিকার তখন রাজভবনের সঙ্গে সম্পৃক্ত বা যুক্ত সাধারণ মানুষ বিশিষ্টজন বা রাজভবনের কর্মী বর্গের পরিবারদের প্রতিও এই সতর্ক বার্তা পাঠানো হয়েছে রাজভবনের সচিবালয়ের পক্ষ থেকে।