সুদীপ্ত চট্টোপাধ্যায়
সীমান্ত পাড়ের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক স্বাবলম্বনের লক্ষ্যে আমার গ্রাম প্রকল্পের উদ্যোগ নিয়েছে শিমলাবাড়ি-ফালাকাটা রেঞ্জের ৫৩ নম্বর সীমা সশস্ত্র বল বা এসএসবি ব্যাটেলিয়ন। এই কর্মসূচির আওতাভুক্ত হয়ে এবার নতুন দিগন্তের পথ দেখতে চলেছে আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের বিলুপ্তপ্রায় টোটো উপজাতি অধ্যুষিত টোটোপাড়া। আমার গ্রাম প্রকল্পের এই কর্মসূচিতে আজ টোটোপাড়া পরিদর্শনে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসএসবি-র আমন্ত্রণে সাড়া দিয়ে টোটোপাড়া পরিদর্শনে যান রাজ্যপাল। শুধু টোটো উপজাতিরাই নয় এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ভারত ভুটান সীমান্ত এবং ভারত নেপাল সীমান্ত লাগোয়া ভুটানি বা নেপালি মানুষজনও। মাশরুম চাষ মৌমাছি পালন অথবা বৈদ্যুতিক ওয়েল্ডিং এর কাজের বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই উপজাতিদের আর্থিক স্বাবলম্বন তৈরি করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এই বিশেষ আমার গ্রাম প্রকল্প হাতে নিয়েছে এস এস বি। টোটো পাড়ার এই কর্মসূচিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে উপস্থিত ছিলেন আইজি এসএসবি সুধীর কুমার। রাজ্যপাল টোটো উপজাতিদের সঙ্গে কথা বলে তাদের দৃষ্টি সংস্কৃতি এবং জীবনযাত্রার বিষয়, বিশদ তথ্য নেন। পাশাপাশি তিনি তাদের জীবন যাত্রার মানোন্নয়নে এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে এ বিষয়ে তাদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন। এদিনের এই কর্মসূচিতে ভুটানি নেপালি এবং টোটো উপজাতিদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অসুর নাচ অনুষ্ঠিত হয় যা টোটো উপজাতিদের একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য। সীমান্তপাড়ের প্রত্যন্ত টোটো উপজাতিদের এই কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতে এবং তাদের সামাজিক ও আর্থিক জীবন যাত্রার মানোন্নয়নে এসএসবির এ ধরনের কর্মসূচি এবং তাদের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় বলে উল্লেখ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ ধরনের উদ্যোগ এই প্রত্যন্ত এলাকার মানুষজনের জীবনযাত্রার মানোন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে বলেও মনে করেন রাজ্যপাল।