যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টানা উত্তেজনার মাঝে ১৭ দিন পর ফের ক্যাম্পাসে এলেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পরই তিনি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সময়টা ছিল সকাল ১০টা ৫০ মিনিট, সোমবার।
আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষাগুলি পুনরায় আয়োজনের পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ে তাঁর উপস্থিতি ছিল অল্প সময়ের জন্য। জরুরি কাজ দ্রুত সেরে তিনি দফতর ছাড়েন। উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১ মার্চ ওয়েবকুপার আয়োজিত এক সম্মেলনকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
সেদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ছাত্রদের বিক্ষোভের ঘটনা ঘটে, যেখানে সংঘর্ষে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন। ওই রাতেই আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন উপাচার্য, কিন্তু সেখানেও তাঁকে তীব্র ছাত্র আন্দোলনের মুখে পড়তে হয়। ঘটনার পর থেকেই শারীরিক অসুস্থতার কারণে তিনি কাজে বিরতি নেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকেন।
তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এবার তিনি স্বল্প সময়ের জন্য দায়িত্বে ফিরেছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক সম্পর্কে জানতে চাইলে উপাচার্য বলেন, অস্থায়ী পদে থাকার কারণে বৈঠক আয়োজনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। শিগগিরই সে বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করা হবে। উপাচার্য স্পষ্টভাবে জানান যে, ছাত্র সংসদ নির্বাচন জরুরি এবং এটি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন জানিয়েছে।
এদিকে, ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব এসেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি কর্মসমিতির বৈঠকে আলোচিত হবে। বিশ্ববিদ্যালয়ের কাছে চাহিদামতো ৪০০০ বর্গফুট জমি না থাকায় পরিকল্পনার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে।
অন্যদিকে, সোমবার ক্লাস চললেও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের শাস্তির দাবিতে একদল ছাত্র সুবর্ণ জয়ন্তী ভবনের সামনে প্রতিবাদে বসে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছে, কিউএস র্যাঙ্কিংয়ে এবার তার অবস্থান ৭২১-৭৩০-এর মধ্যে, যেখানে গত বছর ছিল ৭৪১-৭৫০ সীমায়। উপাচার্য মনে করেন, প্রতিকূল পরিস্থিতির মাঝেও একাডেমিক উৎকর্ষ ধরে রাখা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত সম্মানের।
Leave a comment
Leave a comment