খেলার মাঠের গণ্ডি পেরিয়ে বিনোদন জগতেও তিনি সমান দক্ষ। রিয়ালিটি শো হোক বা বিজ্ঞাপনের পর্দা—সবখানেই তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল ও আত্মবিশ্বাসে ভরপুর। শুধু খেলার ময়দানেই নয়, রিয়ালিটি শো থেকে বিজ্ঞাপনী দুনিয়া—সব ক্ষেত্রেই তাঁর উপস্থিতি ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর।
ক্রিকেটের বাইশ গজ ছেড়ে এবার নতুন রূপে হাজির হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলার সরঞ্জাম নয়, এবার হাতে লাঠি—পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে!
নীরজ পাণ্ডের আলোচিত ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারমূলক ভিডিওতে দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিয়েছেন সৌরভ। কখনও চোখে আগুন, কখনও কঠোর শাসনে অপরাধীদের দমন করছেন—একেবারে নির্ভীক ও শক্তিশালী পুলিশ চরিত্রে চমক দিয়েছেন তিনি।
পুলিশের পোশাকে সানগ্লাস পরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তাঁর এই রূপ দেখে দর্শকরা রীতিমতো বিস্মিত।
নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত সিরিজটিতে রয়েছেন বাংলা সিনেমার একঝাঁক জনপ্রিয় তারকা—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। এত অভিজ্ঞ অভিনেতার ভিড়েও সৌরভের উপস্থিতি আলাদা করে নজর কাড়ছে, যেন সিরিজের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছেন তিনি।
তবে পুলিশের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া সৌরভের জন্য মোটেও সহজ ছিল না। এক কঠোর, নির্ভীক পুলিশ অফিসারের চরিত্র ফুটিয়ে তুলতে তাঁকে ডুব দিতে হয়েছে নিজের পুরোনো স্মৃতিতে। শুটিং চলাকালীন হঠাৎই মনে পড়ে যায় এক অস্ট্রেলীয় কোচের মুখ—আর সেই মুহূর্তেই চোখে-মুখে ভেসে ওঠে চিরপরিচিত আগ্রাসী মনোভাব!
একটি দৃশ্যে অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে হাতে লাঠি তুলতে হয় তাঁকে। ক্রিকেট মাঠে যেমন প্রতিটি শটের সময় ও কৌশল নিখুঁত হতে হয়, এখানেও সেই দক্ষতাই কাজে লাগালেন তিনি। মাত্র আট সেকেন্ডের মধ্যেই দৃশ্যটি নিখুঁতভাবে সম্পন্ন করার কঠিন শর্ত ছিল, আর সৌরভ দেখিয়ে দিলেন কেন তিনি সবসময়ই সেরার তালিকায় থাকেন!
শুটিং সেটে রাত গভীর পর্যন্ত কাজ চলেছে বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে।পরিচালকের আসনে ছিলেন অয়ন সেনগুপ্ত, যাঁর নির্দেশনায় সৌরভ অনায়াসে ক্যামেরার সামনে নিজের দৃঢ়তা ও অভিব্যক্তির দক্ষতা প্রমাণ করেছেন।
Leave a comment
Leave a comment