স্নিগ্ধা চৌধুরী
সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান জেলে বসেও দাপট দেখাচ্ছেন! এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে পুরাতন সরবেড়িয়ার মণ্ডল পরিবার। তাদের দাবি, ইডি ও সিবিআইয়ের কাছে জমিদখলের অভিযোগ করায় শাহজাহান ও তাঁর বাহিনী তাদের টার্গেট করেছে। ফোনে হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর ও বোমাবাজির ভয় দেখানো হচ্ছে।
ঘটনার সূত্রপাত দুই দিন আগে। মণ্ডল পরিবারের কর্তা রবিন মণ্ডলকে ফোন করেন শাহজাহানের অনুগামী বলে পরিচিত মফিজুল মোল্লা। ফোন ধরতেই কনফারেন্স কলে যুক্ত হয়ে যান শাহজাহান নিজে! অভিযোগ, তখনই রবিনকে স্পষ্ট হুমকি দিয়ে শাহজাহান বলেন, বেশি বাড়াবাড়ি করছিস, মার্কেট নিয়ে কথা বলছিস? তোদের বাড়িঘর ভেঙে দেব, বেরনো বন্ধ করে দেব!
এরপর থেকেই আতঙ্কে কার্যত ঘরবন্দি মণ্ডল পরিবার। প্রবীণা শিখা মণ্ডল বলেন, গেটে তালা দিয়ে বসে আছি। বাজারহাট পর্যন্ত করতে পারছি না। প্রতিবেশীদের দিয়ে সামলাতে হচ্ছে। আমরা সুরাহা চাই!
মণ্ডল পরিবারের দাবি, সরবেড়িয়ার মোড়ে যে বিশাল ‘শেখ শাহজাহান মার্কেট’ গড়ে উঠেছে, তা তাদের জমির উপর জোর করে তৈরি করা হয়েছে। জমি ফেরানোর দাবিতে তারা ইডি ও সিবিআইয়ের দ্বারস্থ হয়, তদন্তও শুরু হয়। কিন্তু সেই অভিযোগের জেরেই এবার পাল্টা হামলা নামিয়ে আনতে চাইছেন শাহজাহান, এমনটাই মনে করছে পরিবারটি।
যাঁর ফোন থেকে রবিনের কাছে হুমকির বার্তা এসেছিল, সেই মফিজুল অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমার সঙ্গে কারও কথা হয়নি। ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছিলেন ইডি আধিকারিকেরা। তারপর থেকেই সন্দেশখালিতে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে— নারী নির্যাতন, জমিদখল, মাছের ভেড়ির টাকা আত্মসাৎ-সহ একাধিক গুরুতর অভিযোগে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। গ্রেফতার হন শাহজাহান, বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি। তবে এত দূর থেকেও তাঁর ক্ষমতা কি সত্যিই অটুট? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সন্দেশখালির রাজনীতির অলিন্দে!