স্নিগ্ধা চৌধুরী
বলিউডে ‘ব্যাড বয়’ ইমেজ নিয়ে বরাবর চর্চায় থাকেন সলমন খান। কখনও মিডিয়ার সঙ্গে বচসা, কখনও ভক্তদের প্রতি উগ্র আচরণ, কখনও অপরাধ জগতের সঙ্গে নাম জড়ানো—এই সবকিছু মিলিয়েই সলমনের এক ভিন্ন পরিচিতি তৈরি হয়েছে। তবে একদিকে যেমন বিতর্ক, অন্যদিকে সলমন খানের উদারতার গল্পও রয়েছে। অনেকে মনে করেন, তিনি নীরবে বহু মানুষের পাশে দাঁড়ান।
এমনকি, তাঁর আয়ের ৯০ শতাংশই কি দান করেন তিনি? এই প্রশ্ন বহুদিন ধরেই বলিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে সলমন খান প্রথমে চুপ থেকে বিষয়টি এড়িয়ে যেতে চান। পরে কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, “৯০ শতাংশ না হলেও বেশিরভাগ অংশই দান করি।”
সলমন আরও জানান, তাঁদের বাড়িতে প্রতিদিন বহু মানুষ সাহায্যের আশায় আসেন। তাঁর বাবা, সেলিম খান, একের পর এক চেক সই করেন অসহায় মানুষদের জন্য। কারও চিকিৎসার খরচ, কারও অপারেশনের টাকা, কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। এই কারণেই তিনি নিজে মাত্র ১০ শতাংশ অর্থ নিজের খরচের জন্য রাখতে পারেন।
সলমনের দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’-এর লাভের বেশিরভাগ অংশও চলে যায় জনসেবার কাজে। করোনার সময় গোটা একটি গ্রামের খাবারের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর বাড়িতে অনেক মানুষকে আশ্রয়ও দিয়েছেন। বলিউডে অনেক তারকার কেরিয়ার গড়তেও সাহায্য করেছেন সলমন। অর্জুন কাপুরকে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনিই। যদিও পরে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে যায়।
তবে এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না সলমন খান। তিনি চান, তাঁর কাজই হোক তাঁর পরিচয়। বিতর্কের পাশাপাশি তাঁর এই উদারতার দিকও বলিউডে কম আলোচিত নয়।