আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে নতুন মোড়। তদন্তের গতি বাড়াতে এবার আরজি কর হাসপাতালের চারজন নার্সকে তলব করেছে সিবিআই। বৃহস্পতিবার দুপুরে নার্সরা সল্টলেকের সিবিআই দফতরে উপস্থিত হন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে সিবিআই সূত্রে জানা গেছে।
নির্যাতিতার পরিবার দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে, সিবিআই তদন্তে গতি নেই। এই পরিস্থিতিতে তাদের আশা ছিল, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তদন্তে গতি আসবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না গত সোমবার জানান, হাইকোর্টের একক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারবে। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার মামলার শুনানির দিন ধার্য করেছেন।
আবেদনকারীদের দাবি, সিবিআইয়ের আগের তদন্তে যথেষ্ট গাফিলতি ছিল। তাই নতুন করে তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। তবে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় প্রথমে হাইকোর্ট শুনানি করতে অস্বীকার করেছিল। শীর্ষ আদালতের অনুমতি পাওয়ার পর এবার নতুন করে শুনানি শুরু হতে চলেছে।
এদিকে, সিবিআইয়ের সাম্প্রতিক সক্রিয়তা কিছুটা আশা দেখিয়েছে নির্যাতিতার পরিবারকে। আগে ১২ জন পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, এবার ডাক পড়ল হাসপাতালের চারজন নার্সের। তবে এই জিজ্ঞাসাবাদ থেকে আদৌ কোনও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
নির্যাতিতার পরিবার বারবার অভিযোগ করেছে, তাদের মেয়ে সুবিচার পায়নি। সিবিআইয়ের ধীরগতির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সিবিআইয়ের তলব, হাইকোর্টের শুনানি—সবকিছু মিলিয়ে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।
তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার কি আদৌ মিলবে? নাকি রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কাছে হার মানবে তদন্ত? এই প্রশ্নে সরগরম রাজ্যবাসী।