এমনিতেই খবরটা ছড়িয়েছে ঝড়ের গতিতে। খবরটি হল পেন্টাগনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন পরিকল্পনার তথ্য এবার জেনে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলিয়নেয়ার বন্ধু ইলন মাস্ক।কারণ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান নাকি পেন্টাগনের প্রতিরক্ষা বিভাগের কার্যালয়ে যাচ্ছেন ২১ মার্চ।এমন খবর ছেপেছে যে কোনও হেজি পেজি সংবাদমাধ্যম নয়, খোদ নিউ ইয়র্ক টাইমস। আর এনওয়াইটির এমন খবরে চমকে উঠেছে আমেরিকার পাশাপাশি গোটা বিশ্ব।
এমনিতে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা ক্ষেত্রের এমন এক জায়গা যেখানে মাছি গলার উপায় নেই।সেখানে ইলন মাস্ক কীভাবে প্রতিরক্ষা বিভাগ থেকে গোপন খবর জেনে নেবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়। শুধু তাই নয় সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়, চিনের সঙ্গে আমেরিকার যুদ্ধ হলে কী রণনীতি হবে, সেই বিষয়ে নাকি মাস্ককে জানাতে বলা হয়েছে পেন্টাগনকে। বলা হয় প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে পেন্টাগনের কর্মকর্তারা শুক্রবার ইলনের সঙ্গে ‘উদ্ভাবন, দক্ষতা এবং স্মার্ট উৎপাপাদন’ নিয়ে আলোচনা করবেন।
এখানেই শেষ নয়,এর আগে এনওয়াইটি-র প্রতিবেদনে দাবি করা হয়, চিনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ওপর ভিত্তি করে ২০ থেকে ৩০টি স্লাইড দেখানো হবে ইলন মাস্ককে। তাতে থাকবে যুদ্ধ হলে আমেরিকার পরিকল্পনা।চিনের ঘাঁটিগুলিকে কোন সময়সীমার মধ্যে টার্গেট করতে হবে সেটাও মাস্ককে জানানো হবে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।
এই নিয়ে হইচই শুরু হতেই আসরে নামেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট একে “মিথ্যা” এবং “মিথ্যা কথা” বলে অভিহিত করেছেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে, প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “ফেক নিউজ আবারও তাদের কাজ করছে, এবার ফেইলিং নিউ ইয়র্ক টাইমস। তারা ভুলভাবে বলেছে যে এলন মাস্ক আগামীকাল পেন্টাগনে যাচ্ছেন ‘চিনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা’ নিয়ে ব্রিফিং নিতে। কতটা হাস্যকর?” যদিও এজন্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে নিয়েও কিছু বলেন নি ট্রাম্প।
তবে ট্রাম্প ইলনের পেন্টাগন যাওয়াকে মিথ্যে বলেন নি। ট্রাম্প স্পষ্ট করেছেন যে চীনের কথা উল্লেখ বা আলোচনাও করা হবে না। তিনি বলেছেন, “কতটা লজ্জাজনক যে বিতর্কিত মিডিয়া এমন মিথ্যা কথা তৈরি করতে পারে।”
পেন্টাগন মুখপাত্র শন পার্নেল সিএনএনকে একটি বিবৃতিতে বলেছেন, “পেন্টাগন শুক্রবার এলন মাস্ককে স্বাগত জানাতে উৎসাহিত। তাকে সেক্রেটারি হেগসেথ আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি শুধু সফর করছেন।” প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে পেন্টাগনের কর্তারা শুক্রবার ইলনের সঙ্গে ‘উদ্ভাবন, দক্ষতা এবং স্মার্ট উৎপাদন’ নিয়েই আলোচনা করবেন।