গত অগস্ট মাসে বাংলাদেশে হাসিনা পর্ব শেষ হয়ে যাওয়ার পর থেকেই তাঁর দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে বারবার। জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার পাশাপাশি নিষিদ্ধ ঘোষণা করে ওই দলের রাজনীতি করার অধিকারটাই কেড়ে নেওয়ার দাবি তুলেছে বিভিন্ন দল। তবে বার বার দাবি উঠলেও অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।একদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই—প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী শুক্রবার প্রেস মিট করে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ কথা বলেছেন। তাঁর দাবি ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সাত মাস কেটে গেলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারে চোখে দেখা যাচ্ছে এমন কোনও অগ্রগতি হয়নি। তাঁর আরও দাবি, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়; বরং এটি একটি ফ্যাসিবাদী দল।আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির এ কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ এখন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে-বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সেখান থেকে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই প্ল্যাটফর্ম কাজ করে চলবে বলে ঘোষণা করেছেন উদ্যোক্তারা।
এর আগে দুপুরে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। তাদের মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা করা হয়। পাশাপাশি একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
Leave a comment
Leave a comment