আজ শুক্রবার,শহিদ দিবস পালন বগটুইয়ে।আজ থেকে তিন বছর আগে, ২০২২ সালের ২১ মার্চ রাতে ১৪ নম্বর জাতীয় সড়কের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখ।সেই রাতের ভাদুর অনুগামীরা বগটুইয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।তাতে জীবন্ত পুড়িয়ে মারা হয় ১০ জনকে। শিউরে উঠেছিল গোটা বাংলা,গোটা দেশ। যা সারা বাংলায় হৈ চৈ ফেলে দেয়। ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটে আসেন সব রাজনৈতিক দলের নেতারা। সেই বগটুইয়ের ঘটনা পেরিয়ে আজ তিন বছরে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক চর্চা।২০২৩ পঞ্চায়েত নির্বাচনের আগে স্বজনহারা পরিবারের সদস্য ফটিক শেখ,মিহিলাল শেখ -সহ বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করে।সেই বছর দুটি শহিদ বেদি তৈরি হয়। একটি বিজেপির ও অন্যটি তৃণমূলের।পরে স্বজনহারা পরিবারের অনেক সদস্যই তৃণমূলে যোগ দেন। কিন্তু যোগ দেননি মিহিলাল শেখ।
সেই বগটুইয়ে আজ নিস্তব্ধতা। চেনা ছন্দে ফিরেছে গ্রাম।গ্রামের চারিদিকে সিসিটিভির নজরদারি।আছে পুলিশ ক্যাম্পও।আর এই আবহে আজ বগটুইয়ে শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। উপস্থিত হবেন ডেপুটি স্পীকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দোপাধ্যায়। পালন হবে শহীদ দিবস। স্মৃতি চারণ হবে দলের তরফে। কিন্তু যে রাজনৈতিক উত্তেজনা, যে রাজনীতির মাঠে এই ঘটনার পর অভিঘাত সৃষ্টি হয়েছিল সেটা আজ অনেকটাই স্তিমিত। বগটুই আজ সেই স্বজন হারানো মানুষদের স্মৃতিকে বুকে আগলে দাঁড়িয়ে আছে অতীতের সেই দগদগে ছবিকে আঁকড়ে ধরে শুধুই স্মৃতিচারণ করে।
Leave a comment
Leave a comment