সোমবার সকালেও সবটা স্বাভাবিক ছিল! কিন্তু রাতে সবাইকে অবাক করে হঠাৎ করে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। রাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা দিয়ে আসেন। জানা যায়, আজ মঙ্গলবার সকালে তা গৃহীত হয়েছে। কার্যত সবাই অবাক করে উপরাষ্ট্রপতি পদ থেকে কেন ইস্তফা ধনখড়ের তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও ইস্তফাপত্রে নিজের অসুস্থতাকেই দায়ী করেছেন ধনখড়। যদিও তাঁর পদত্যাগকে অস্বাভাবিক বলে মনে করছে বিরোধীরা। ইতিমধ্যে এই বিষয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধীরা। এমনকী ধনখড়ের অসুস্থতার কারণ তত্ত্ব মানতে নারাজ বিরোধী দলগুলি।
যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি উপরাষ্ট্রপতি হিসাবে ধনখড়ের কাজের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনাও করেছেন। প্রধানমন্ত্রী লিখছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আমাদের দেশের সেবা করার বহু সুযোগ পেয়েছেন জগদীপ ধনকড়জি, এর মধ্যে উপ রাষ্ট্রপতির পদও আছে। সোশ্যাল মিডিয়য় করা পোস্টে উপ রাষ্ট্রপতি পদও আছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মোদীর এহেন টুইট ঘিরেও শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিশেষ করে ‘ বহু সুযোগ পেয়েছেন’ এহেন শব্দবন্ধের মধ্যে আদৌতে কোনও সংঘাতের সমীকরণ লুকিয়ে আছে? সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। বলে রাখা প্রয়োজন, উপরাষ্ট্রপতি হিসাবে ধনখড়ের বেশ কিছু সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে সুপ্রিম কোর্ট-বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য না মোদী সরকারের একেবারে না পসন্দ ছিল বলে সূত্রের খবর। আর এরপর থেকেই সংঘাতের সূত্রপাত?
উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে একাধিক সময় সরাতে চেয়েছিল বিরোধীরা। এমনকী অনাস্থা পর্যন্ত আনা হয়। এরমধ্যেই হঠাৎ পদত্যাগ? রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর দাবি, কেন ইস্তফা একমাত্র তিনিই (পড়ুন-জগদীপ ধনখড়) বলতে পারবেন। বর্ষীয়ান কংগ্রেস সভাপতির কথায়, ‘হয় তিনি জানেন, নয়তো সরকার জানে’। অসুস্থতার তত্ত্ব মানতে নারাজ রাজ্যসভার শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত।
আরও পড়ুন
তাঁর কথায়, এর পিছনে বড় কোনও রাজনীতির খেলা আছে। আর তা শীঘ্রই প্রকাশ্যে চলে আসবে। সঞ্জয় রাউতের কথায়, ‘উপরাষ্ট্রপতির ইস্তফা কোনও সাধারণ ঘটনা নয়’। শুধু কংগ্রেস কিংবা শিবসেনা নয়, এই বিষয়ে প্রশ্ন তুলছেন অন্যান্য বিরোধী দল এবং তাঁদের সাংসদরাও।