ফের গেরুয়া ঝড় নন্দীগ্রামে। সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেল ঘাসফুল। এই কৃষি উন্নয়ন সমিতির ১২ টি আসনের সবকটি গিয়েছে বিজেপির ঝুলিতে। তৃণমূলের অভিযোগ টাকা দিয়ে ভোট কিনেছে বিজেপি। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সমিতির নির্বাচনে দল জিতবে বলে আগেই জানিয়েছিলেন।
শুভেন্দুর গড় বলে পরিচিত নন্দীগ্রামের সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতিতে রবিবার নির্বাচন হয়। এই সমিতির মোট আসন ১২। তৃণমূল ও বিজেপি সব কটি আসনে লড়াই করে। সিপিএম দুটি আসনের লড়াই করেছিল। গণনা শেষে দেখা যায় সবকটি আসনে গিয়েছে বিজেপির ঝুলিতে।
পদ্ম শিবিরের নেতাদের দাবি, এলাকার মানুষ বুঝতে পেরেছেন যে, উন্নয়নের জন্য বিজেপিকেই চাই। তাই তারা দু’হাত ভরে ভোট দিয়েছেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতারা রীতিমতো টাকা দিয়ে ভোট কিনেছেন। ভোটের আগে মানুষকে হুমকি দেওয়া ও ভয় দেখানো হয়েছে।
শাসক দলের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি পালটা বলেছে, তৃণমূল চেয়েছিল পুলিশের সহায়তায় ভোটে জিততে। কিন্তু মানুষ তাদের সেই অপচেষ্টা রুখে দিয়েছে।
