
দীর্ঘ দিনের ভোগান্তির পরে অবশেষে স্বস্তির খবর পেলেন কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার জেরে দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে রেক ঘোরানো নিয়ে যে সমস্যা চলছিল, তা কাটতে চলেছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে নতুন ক্রসওভার তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। এর ফলে এখন থেকেই ওই স্টেশনেই রেক ঘোরানো সম্ভব হচ্ছে, টালিগঞ্জে অকারণে দাঁড়িয়ে থাকার ঝামেলা কমবে।
গত বছরের মাঝামাঝি কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল এবং মাটি বসে যাওয়ার ঘটনা ধরা পড়ে। নিরাপত্তার স্বার্থে স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রো রেল। এরপর থেকেই ব্লু লাইনের পরিষেবা সীমাবদ্ধ হয়ে পড়ে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। কিন্তু রেক ঘোরানোর উপযুক্ত ব্যবস্থা না থাকায় বহু ট্রেন টালিগঞ্জে এসে থেমে যেত এবং যাত্রীদের সেখানে নেমে আবার পরের ট্রেন ধরতে হতো। এতে সময় নষ্টের পাশাপাশি যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল।
এই সমস্যার সমাধানে শহিদ ক্ষুদিরাম স্টেশনে নতুন করে ক্রসওভার বসানোর কাজ শুরু হয়। রেল সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থাতেও একাধিক প্রযুক্তিগত পরিবর্তন করা হয়েছে। গত প্রায় দশ দিন ধরে পরীক্ষামূলকভাবে ক্ষুদিরাম থেকেই রেক ঘোরানো হচ্ছে। বিশেষজ্ঞ দলের নজরদারিতে দেখা হচ্ছে, সিগন্যাল বা পয়েন্ট বদলে কোনও সমস্যা হচ্ছে কি না। এখনও পর্যন্ত বড় কোনও ত্রুটি ধরা পড়েনি বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এছাড়াও টালিগঞ্জ কারশেডে আধুনিকীকরণের কাজ চলছে, যাতে ব্যস্ত সময়ে আরও মসৃণভাবে পরিষেবা দেওয়া যায়। নতুন ক্রসওভার পুরোপুরি চালু হলে ব্লু লাইনে আগের মতো স্বাভাবিক ছন্দে মেট্রো চলবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের প্রত্যাশা, এবার থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেনের জন্য টালিগঞ্জে দীর্ঘ অপেক্ষার দিন শেষ হবে এবং ব্লু লাইনে ফিরবে নিয়মিত ও নিরবচ্ছিন্ন পরিষেবা।
