দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর পরিকল্পনা করেই হামলা হয়েছে, বলছে পুলিস। অভিযুক্ত রাজেশ খিমজি মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাড়ি ও সংলগ্ন এলাকা রেকি করে। যা ধরা পড়েছে সিসিটিভি ফুটেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাজেশ ১৯ অগস্ট মঙ্গলবার মুখ্যমন্ত্রীর শালিমার বাগের বাড়ির সামনে ঘোরাঘুরি করেছিল। সিসিটিভি ফুটেজে তার ঘোরাফেরার ছবি ধরা পড়েছে। রাজেশের ঘোরাফেরার সেই ফুটেজ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর দফতর। সিসিটিভির ফুটেজ থেকে এটা স্পষ্ট যে, ঘটনার একদিন আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রেকি করেছিল রাজেশ।
দিল্লি পুলিস জানিয়েছে, অভিযুক্ত গুজরাটের রাজকোটের বাসিন্দা। জেলে বন্দি এক আত্মীয়ের মুক্তির আবেদন জানাতে রাজেশ মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে কথা বলার সময় হঠাৎই হামলা চালায় সে।
দিল্লির মন্ত্রী সাহিব সিং বর্মা জানিয়েছেন, হামলার ২৪ ঘণ্টা আগে রীতিমতো পরিকল্পনা করেছিল অভিযুক্ত। শালিমার বাগের বাড়ির সামনে রাত কাটিয়েছিল সে। বর্মার দাবি, অভিযুক্ত রাজেশ একদিন আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রেকি করে। তারপর সিভিল লাইনস এলাকায় রাত কাটায়। বুধবার সকালে ‘জন সুনবাই’তে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সে। কথা বলার সময় আচমকাই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে।
রাজেশের মায়ের দাবি, তাঁর ছেলে কুকুরপ্রেমী। সম্প্রতি সুপ্রিম কোর্ট পথকুকুরদের নিয়ে যে নির্দেশ দেয় তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে রাজেশ। কয়েকদিন আগে রাজেশ হঠাৎই দিল্লি যায়। তবে রাজেশ যে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে বা তাঁর উপর আক্রমণ করবে এমন ঘটনার কথা তিনি জানতেন না। কী কারণে রাজেশ এই ঘটনা ঘটিয়েছে তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিস।
Leave a comment
Leave a comment
