দীপ্তি শর্মার দুরন্ত অলরাউন্ড পারফর্ম্যান্সে ভর করে ভারতের মহিলা ক্রিকেট দল তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দাপটের সঙ্গে পরাজিত করে ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় তুলে নিল। ভদোদরায় অনুষ্ঠিত এই ম্যাচে বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দীপ্তি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমে যায় মাত্র ১৬২ রানে। ভারতীয় বোলারদের দুরন্ত আক্রমণে দুই ওপেনার কিয়ানা জোসেফ এবং হেইলি ম্যাথিউজ রানের খাতা খুলতে ব্যর্থ হন। উইকেটকিপার শিমাইন ক্যাম্পবেল ৬২ বলে ৪৬ রান করেন, যা ক্যারিবিয়ান ইনিংসের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। তবে সবচেয়ে বেশি রান করেন শিনেলে হেনরি, যিনি ৭২ বলে ৬১ রান করেন।
ভারতের হয়ে দীপ্তি শর্মা ১০ ওভারে ৩১ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন। রেনুকা সিং ঠাকুর ৪ উইকেট তুলে নেন। অন্যদিকে তিতাস সাধু ৭ ওভার বল করলেও কোনও উইকেট পাননি।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং ইনিংস শুরুটা ভালো হয়নি। তবে দীপ্তি শর্মার ৩২ রানের ইনিংস এবং অন্যান্য ব্যাটারদের সহযোগিতায় ২৮.২ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। ১৩০ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সিরিজে একতরফা আধিপত্য দেখাল হরমনপ্রীত কৌরের দল।
এই জয় ভারতের মহিলা দলের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের প্রতিযোগিতায় আরও ভালো পারফর্ম করার প্রেরণা জোগাবে।
