সপ্তাহান্তে আবারও একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ-বনগাঁ, গেদে, শান্তিপুর, লালগোলা-আজিমগঞ্জ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল হচ্ছে। নিত্যযাত্রীদের দুর্ভোগ যে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।
পূর্ব রেল জানিয়েছে, কৃষ্ণনগর-লালগোলা ও হালিশহর-নৈহাটি লাইনে পাওয়ার ব্লকের কাজ চলবে এই দুই দিন। ফলে শনি ও রবিবার বনগাঁ, গেদে, শান্তিপুর এবং লালগোলা রুটের বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি, কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
শনিবার শিয়ালদহ-বনগাঁ আপ ও ডাউন লোকাল (৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩, ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০), নৈহাটি-ব্যান্ডেল লোকাল (৩৭৫৫৭, ৩৭৫৫৮), শিয়ালদহ-গেদে লোকাল (৩১৯২৯, ৩১৯২৮) এবং শিয়ালদহ-শান্তিপুর লোকাল (৩১৫৩৯, ৩১৫৪২) বাতিল করা হয়েছে।
রবিবার শিয়ালদহ-হাবড়া, নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-শান্তিপুর, নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-রানাঘাট, কৃষ্ণনগর-লালগোলা, লালগোলা-শিয়ালদহ, কৃষ্ণনগর-আজিমগঞ্জ রুটের একাধিক ট্রেন চলবে না।
যাত্রীদের সামান্য স্বস্তি দিতে শিয়ালদহ-বনগাঁ রুটের কয়েকটি ট্রেন হাবড়া পর্যন্ত চলবে। তবে দীর্ঘপথের যাত্রীদের বিকল্প ব্যবস্থার জন্য অন্য ট্রেন ধরতে হবে।
শুধু এই রুটেই নয়, হাওড়া শাখাতেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার তারকেশ্বরগামী দুটি লোকাল বাতিল। রবিবার তারকেশ্বর-হাওড়া ও তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল মিলিয়ে মোট ১০টি ট্রেন বাতিল থাকবে।
এই ট্রেন বাতিলের ফলে যাত্রীদের ভোগান্তি যে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। নিত্যযাত্রীরা ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে জানিয়েছেন, অফিস যাওয়ার সমস্যা হবে। বিকল্প পরিবহনের অভাবে সময়মতো গন্তব্যে পৌঁছানো মুশকিল হয়ে দাঁড়াবে। অনেকে বলছেন, আগেভাগে ট্রেনের এই পরিস্থিতি জেনে নিয়ে পরিকল্পনা করাই ভালো।
