শীতের ঘন কুয়াশায় সীমান্ত রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছে বিএসএফ। কোচবিহারের মেখলিগঞ্জের তিন বিঘা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার সঙ্গে কাচের বোতল ও টিনের কৌটো বাঁধা হয়েছে। অনুপ্রবেশের সময় এগুলোতে ধাক্কা লাগলে শব্দ হবে, যা সতর্কতা সংকেত হিসেবে কাজ করবে।
সীমান্তের ওই অংশে শীতের সময় গভীর কুয়াশায় দৃশ্যমানতা এতটাই কমে যায় যে হাতের দু’ফুট দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। ফলে সীমান্ত পাহারা দিতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন বিএসএফ জওয়ানরা। এই পরিস্থিতি মোকাবিলায় কাঁটাতারের বেড়ায় বিশেষ এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, মেখলিগঞ্জের আন্দারান খড়খড়িয়া গ্রামের সীমান্ত এলাকা আগে উন্মুক্ত ছিল। প্রতিবেশী বাংলাদেশের আংড়াপোতা দহগ্রাম গ্রামসংলগ্ন এই এলাকায় কাঁটাতারের দাবিতে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ভারতের গ্রামের বাসিন্দারা নিজ উদ্যোগে লোহার খুঁটি পুঁতে কাঁটাতার তৈরি করেন। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশি বাসিন্দাদের আপত্তিতে ওই কাজ সম্পূর্ণ হয়নি। বর্তমানে ৬ কিলোমিটারের মধ্যে আড়াই কিলোমিটার সীমান্তে অস্থায়ী কাঁটাতার রয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তের সুরক্ষা বাড়াতে এবং অনুপ্রবেশ প্রতিরোধে কাচের বোতল ও টিনের কৌটো ব্যবহারের এই ব্যবস্থা কার্যকরী প্রমাণিত হবে বলে আশা করা হচ্ছে। সীমান্তের বাকি অংশেও পর্যায়ক্রমে এই উদ্যোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।