জলপাইগুড়ি : আজ দোল উৎসব। রাজ্যের অনান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ির বেলাকোবাতেও সাড়েম্বরে পালিত হল বসন্ত উৎসব। সপ্তম তম এই বসন্ত উৎসবের গোটা পরিচালনার দায়িত্বে ছিলেন স্টেশন কলোনির তরুণ – তরুণীরা। খুদেদের নাচ – গান, লোকনৃত্যর মাধ্যমে এই বসন্ত উৎসব পালিত হল। স্থানীয়রা বটেই, বেলাকোবার বাইরে থেকে অনেকেই এই উৎসবে ভীড় জমিয়েছিল। বেশিরভাগ মেয়েদের লাল বা হলুদ শাড়ি আবার ছেলেদের পরনে সাদা কিংবা হলুদ পাঞ্জাবি ছিল। সেলফির হিড়িক থেকে শুরু করে হিন্দি গানের তালে জমিয়ে নাচ দেখা গেল। উদ্যোক্তাদের বক্তব্য, প্রতি বছরের ন্যায় এই বছরও এই উৎসবের আয়োজন করা হয়েছে।
এদিন সকাল থেকেই বসন্ত উৎসবে গেটের সামনে চোখে পরে বেলাকোবা ফাড়িঁর পুলিশকর্মীদের। অপ্রতীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠান শেষ পযর্ন্ত মোতায়েন ছিল পুলিশ।
শুধু বেলাকোবা নয়, জেলা জুড়ে এদিন বসন্ত উৎসবের এক আলাদা আমেজ চোখে পরল।